ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০১৯

বেতন বৃদ্ধির দাবিতে ভালুকায় শ্রমিক বিক্ষোভ

ময়মনসিংহের ভালুকায় ভরাডোবা ‘এক্সপিরিয়েন্স টেক্সটাইল’ মিলের শ্রমিকরা বেতন বৃদ্ধির দাবিতে মিল গেইটে বিক্ষোভ করেছে। মঙ্গলবার সকালে ভালুকা মডেল থানা পুলিশ ও স্থানীয় ইউপি চেয়ারম্যানের মধ্যস্থতায় মিল কর্তৃপক্ষের আশ্বাসে প্রায় ৩ ঘণ্টা কর্ম বিরতির পর শ্রমিকরা কাজে যোগ দেয়।

‘এক্সপিরিয়েন্স টেক্সটাইল’ মিলের শ্রমিকরা জানান, দীর্ঘদিন ধরে সরকার নির্ধারিত ন্যায্য মজুরী থেকে শ্রমিকদেরকে বঞ্চিত করছেন মিল কর্তৃপক্ষ। প্রতিবাদ করলে চাকুরিচ্যুতসহ নানা রকম হয়রানির শিকার হতে হয় বলে তারা অভিযোগ করেন।

এছাড়া বাৎসরিক ছুটি, ইনক্রিমেন্ট সহ বেতন বৃদ্ধির দাবিতে তারা মঙ্গলবার সকালে মিল গেইটে অবস্থান নিয়ে শান্তিপুর্ণ বিক্ষোভ প্রদর্শন করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে মিল গেইটে পুলিশ অবস্থান নেয়।

ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ তালুকদার ও ভরাডোবা ইউনিয়ন চেয়ারম্যান শাহ আলম তরফদার বিক্ষোভরত শ্রমিকদের সঙ্গে কথা বলেন। এসময় মিলের এ জি এম হুমায়ূন কবির রিপন শ্রমিকদের দক্ষতানুযায়ী গ্রেড অনুসারে সরকার ঘোষিত নীতিমালায় বেতন পরিশোধের আশ্বাস দিলে তারা কাজে যোগ দেয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ভালুকা,শ্রমিক,বিক্ষোভ
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close