গাজীপুর প্রতিনিধি

  ০৮ জানুয়ারি, ২০১৯

১ লাখ শিশুকে এ-প্লাস ক্যাপসুল খাওয়াবে জিসিসি

গাজীপুর সিটি কর্পোরেশন (জিসিসি) আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনে প্রায় এক লাখ শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নিয়েছে। মঙ্গলবার দুপুরে জিসিসি’র হল রুমে জেলার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় সিটি কর্পোরেশনের কর্মকর্তারা এ তথ্য জানান।

গাজীপুর সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কে এম রাহাতুল ইসলামের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের প্রধান রাজস্ব কর্মকর্তা কামাল হোসেন, মেডিকেল অফিসার ডা. রহমত উল্লাহ প্রমুখ।

অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের মেডিকেল অফিসার ডা. রহমত উল্লাহ জানান, আগামী ১৯ জানুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন উপলক্ষে গাজীপুর সিটি কর্পোরেশনের দুইটি জোনে ২৭টি ওয়ার্ডে ৯৬ হাজার ১১০জন শিশুকে ভিটামিন-এ প্লাস ক্যাপসুল খাওয়ানোর উদ্যোগ নেয়া হয়েছে। এরমধ্যে ৬ থেকে ১১ মাস বয়সি ১১ হাজার ২৪১ জন শিশু এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সি ৮৪ হাজার ৮৬৯ জন শিশু রয়েছে। ওই দিন ক্যাপসুল খাওয়ানোর জন্য ২৫৯টি কেন্দ্রে, ১৩টি মোবাইল কেন্দ্র, ৬টি স্থায়ী কেন্দ্র এবং ৭টি ভ্যাকসিন ব্যাঙ্ক থাকবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১ লাখ শিশু,এ প্লাস ক্যাপসুল,জিসিসি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close