ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

  ০৬ জানুয়ারি, ২০১৯

দিনাজপুরে মাইন বিস্ফোরণ ট্রাজেডি দিবস পালিত

দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে মহারাজা স্কুল মাইন ট্রাজেডি দিবস পালন করা হয়েছে। ১৯৭২ সালের ৬ জানুয়ারি দিনাজপুর শহরের মহারাজা গিরিজানাথ হাই স্কুলের ট্রানজিট ক্যাম্পে ভয়াবহ মাইন বিস্ফোরণে নিহত ৫ শতাধিক বীর মুক্তিযোদ্ধা ও শহীদ মুক্তিযোদ্ধাদের স্মরণে শ্রদ্ধাঞ্জলি ও আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৯৭২ সালের ৬ জানুয়ারি মহারাজা স্কুল মাইন বিস্ফোরণ ট্রাজেডি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর উদ্যোগে দিনাজপুর চেহেলগাজী মাজারস্থ শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিস্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়। এরপর শহীদ মুক্তিযোদ্ধাদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়। দিনাজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড এর আহ্বায়ক আল মামুন সরকার এর নেতৃত্বে উপস্থিত ছিলেন— যুগ্ম আহ্বায়ক জুয়েল ইসলাম, জামান শাহ্, রাসেল চৌধুরী, ইদি আমিন ফ্রান্সিস, সদস্য সচিব তারিক আজিজ আজবির, সদস্য খায়রুল, আনোয়ার, বাবলা, দুলাল চৌধুরী, পারভেজ, মোশাররফ প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
দিনাজপুর,মাইন বিস্ফোরণ ট্রাজেডি,দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close