reporterঅনলাইন ডেস্ক
  ০৬ জানুয়ারি, ২০১৯

বাস-সিএনজি সংঘর্ষে মা-ছেলে নিহত

নেত্রকোনায় বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে মা ও ছেলে নিহত হয়েছেন। রোববার সকাল ৮টার দিকে নেত্রকোনা-মদন সড়কের গদাইকান্দা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন— মা তানিয়া আক্তার (৩০) ও তার ছয় বছর বয়সী ছেলে মোমেন। তারা আটপাড়া উপজেলার মির্জাপুর গ্রামের হাবিব মিয়ার স্ত্রী ও সন্তান। এই ঘটনায় তানিয়ার মেয়ে হাবিবাসহ (১২) দু’জন আহত হয়েছে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকালে নেত্রকোনা থেকে ছয়জন যাত্রী নিয়ে একটি সিএনজি আটপাড়ার দিকে যাচ্ছিল। পথে গদাইকান্দা নামক স্থানে মদন থেকে ছেড়ে আসা যাত্রীবাহী একটি বাসের সঙ্গে সিএনজিটির মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় সিএনজির যাত্রী তানিয়া আক্তার ঘটনাস্থলেই মারা যান। পরে স্থানীয়রা তানিয়ার ছেলে ও মেয়েকে গুরুতর আহত অবস্থায় নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মোমেনকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত হাবিবাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আটপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী হোসেন জানান, নিহত মা-ছেলের লাশ ময়নাতদন্তের জন্য নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নেত্রকোনা,বাস-সিএনজি,সংঘর্ষ,মা-ছেলে
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close