ফরিদপুর প্রতিনিধি

  ০৪ জানুয়ারি, ২০১৯

মৃণাল সেন স্মরণে ফরিদপুরে স্মরণসভা

খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা ও ফরিদপুরের কৃতি সন্তান মৃণাল সেনের মহা প্রয়ানে শ্রদ্ধা জানাতে ফরিদপুরে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে ফরিদপুর শহরের আলীপুর এলাকার সমকাল সুহৃদ সমাবেশ এর হল রুমে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

মৃণাল সেন চর্চাকেন্দ্র ফরিদপুরের আয়োজনে সংগঠনের সভাপতি অধ্যাপক আলতাফ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ক্যামেরার কবি নাসির আলী মামুন।

এসময় সচেতন নাগরিক সমাজের সভাপতি রমেন্দ্রনাথ কর্মকার, ফরিদপুর সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইমাম মিলন, সাংবাদিক হাসানউজ্জামান, বেলাল চৌধুরী, শিক্ষক রেজাউল করিম প্রমুখ বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, মৃণাল সেন উপমহাদেশের ভিন্ন ধারার চলচ্চিত্র নির্মাতা। আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন এ চিত্র পরিচালকের প্রতিটি ছবিতে গলি থেকে রাজপথ, বস্তি থেকে অট্টালিকার চিত্র উঠে এসেছে। পরে মৃণাল সেনের জীবন ও কর্মের উপর আলোকচিত্র প্রদর্শিত করা হয়।

উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর সকাল ১০টায় মৃণাল সেন দক্ষিণ কোলকাতায় পদ্মপুকুরের পাশে তার নিজ ফ্ল্যাটে ৯৬ বছর বয়সে মারা যান। তিনি ১৯২৩ সালের ১৪ মে বাংলাদেশের ফরিদপুর জেলা শহরের ঝিলটুলি এলাকায় জন্মগ্রহন করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ফরিদপুর,মৃণাল সেন,স্মরণসভা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close