রাজশাহী ব্যুরো

  ০৩ জানুয়ারি, ২০১৯

পানির অপচয় রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করছে বিএমডিএ

‘পানির অপচয় রোধে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে যাচ্ছে বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষ (বিএমডিএ)। এ ক্ষেত্রে ব্যবহার করা হবে জাপানের প্রযুক্তি। যে প্রযুক্তি ব্যবহারের ফলে পানির অপচয় রোধ করার পাশাপাশি ফসলের উৎপাদনও বাড়বে।’

বরেন্দ্র অঞ্চলে বৃষ্টির পানি সংরক্ষণ, পানি ব্যবস্থাপনা ও নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক সেমিনারে এ তথ্য উপস্থাপন করেছেন জাপানের সেচ বিভাগের উপ-পরিচালক ইঞ্জিনিয়ার কাতো কিওকি। আর নিরাপদ খাদ্য উৎপাদন বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের ইয়াগামাতা চিফ এগ্রো অফিসার মাসামি সাইতো।

বিএমডিএ’র আয়োজনে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় প্রতিষ্ঠানের প্রধান কার্যালয় রাজশাহীর সভাকক্ষে আয়োজিত আলোচনা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়।

বরেন্দ্র বহুমুখি উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক ইঞ্জিনিয়ার মো. আব্দুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ওই প্রতিষ্ঠানের চেয়ারম্যান ড. আকরাম হোসেন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিদ্যা বিভাগের অধ্যাপক ড. মুঞ্জুর হোসেন।

সেমিনারে বরেন্দ্র অঞ্চলের বিভিন্ন বিভাগের অর্ধশতাধিক প্রকৌশলী, অধ্যাপক, গবেষক, কৃষক ও কৃষিবিদ অংশগ্রহণ করেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,পানির অপচয়,বিএমডিএ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close