মনোহরগঞ্জ (কুমিল্লা) প্রতিনিধি

  ০১ জানুয়ারি, ২০১৯

আপনাদের দোয়া নিয়ে সামনে এগোতে চাই : মোঃ তাজুল ইসলাম

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুমিল্লা-০৯ (লাকসাম-মনোহরগঞ্জ) আসনে আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী মোঃ তাজুল ইসলাম বিপুল ভোটের ব্যবধানে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনি ২ লক্ষ ৭০ হাজার ৬০২ ভোট পেয়ে এমপি নির্বাচিত হয়েছেন।

তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপির কর্নেল (অবঃ) আনোয়ারুল আজিম ধানের শীষ প্রতীক নিয়ে পেয়েছেন ১১ হাজার ৩০৯ ভোট। এ নিয়ে মোঃ তাজুল ইসলাম এমপি ৪ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।

বেসরকারিভাবে এমপি নির্বাচিত হওয়ার পর গতকাল সোমবার লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন মোঃ তাজুল ইসলাম এমপি। এ সময় নেতাকর্মীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

শুভেচ্ছা বিনিময়কালে মোঃ তাজুল ইসলাম এমপি বলেন, আমি আপনাদের সন্তান। এ মাটিতে আমার জন্ম। আপনাদের ভোটে বারবার সংসদ সদস্য নির্বাচিত হয়ে আপনাদের সুখে-দুঃখে আপনাদের পাশে ছিলাম। আপনারা শ্রম দিয়ে আমাকে আবারো সংসদ সদস্য নির্বাচিত করেছেন। আপনাদের দোয়া নিয়ে সামনের দিকে এগিয়ে যেতে চাই।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে যাতে একটা উন্নত বাংলাদেশ গড়তে পারি, সেজন্য সবাই দোয়া করবেন। আমাকে বিজয়ী করতে গিয়ে আমার দলের নেতাকর্মী ও সাধারণ জনগণ অনেক কষ্ট করেছেন। তাদের প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকের এই বিজয় ন্যায় প্রতিষ্ঠার বিজয়, আজকের এ বিজয় সত্য প্রতিষ্ঠার বিজয়। জীবনে কখনো অন্যায় করিনি। কোন অন্যায়কে প্রশ্রয় দেয়নি। কেউ কোন অন্যায়ের সাথে জড়িত থাকলে তাকেও ছাড় দেওয়া হবে না।

এ সময় মোঃ তাজুল ইসলাম উল্লেখ করে বলেন, লাকসাম-মনোহরগঞ্জের উন্নয়ন আর আপনাদের সমস্যা সমাধানে দিন-রাত শ্রম দিয়েছি। আপনাদের জন্য কাজ করতে গিয়ে নিজের পারিবারিক জীবন বিসর্জন দিয়েছি। এই নির্বাচনে আমি আপনাদের জন্য ব্যয় করা শ্রমের মূল্য পেয়েছি। অতীতে এই আসনে যারা এমপি ছিল, তারা মানুষকে ধোকা দিয়ে ভোট নিয়ে জনগণের কোনো উন্নয়ন করেননি। আমি এমপি নির্বাচিত হয়ে জনগণের হক জনগণকে বুঝিয়ে দিয়েছি। বিগত ১৫ বছর আমার নির্বাচনী আসনে কোটি কোটি টাকার উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়ন করেছি। এমন কোনো শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ-মাদ্রাসা নেই যেখানে অনুদান দেইনি। প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে নতুন নতুন ভবন নির্মাণ করা হয়েছে। আমার নির্বাচনী আসনের অসংখ্য রাস্তা পাকাকরণ করা হয়েছে, শত শত ব্রিজ-কালভার্ট নির্মাণ করা হয়েছে এবং প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করা হয়েছে।

অন্যদিকে বিগত দিনে বিএনপি ভোট নিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে, জনগণের উন্নয়ন না করে নিজেদের উন্নয়ন করেছে। ইনশাআল্লাহ এবারও যেহেতু আপনাদের ভোটে এমপি নির্বাচিত হয়েছি। সেহেতু এলাকার অসমাপ্ত উন্নয়ন কর্মকাণ্ডগুলো সমাপ্ত করবো।

এ সময় আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা চেয়ারম্যান এড. ইউনুছ ভূঁইয়া, কুমিল্লা জেলা পরিষদের সদস্য এড. আবু তাহের, মাষ্টার আবদুল কাইয়ুম চৌধুরী, এড. তানজিনা আক্তার, লাকসাম পৌরসভা মেয়র প্রফেসর আবুল খায়ের, লাকসাম উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি এনায়েত উল্লাহ এফসিএ, আবদুল মন্নান মনু, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবদুল কাদের মিলু, মিজানুর রহমান মজুমদার, মাষ্টার সোলাইমান, শাহাদাত হোসেন, আবদুল মন্নান চৌধুরী, যুদ্ধকালীন সাব-সেক্টর কমান্ডার বীর মুক্তিযোদ্ধা এড. আবুল বাশার, লাকসাম পৌরসভা আওয়ামীলীগের সভাপতি তাবারক উল্লাহ কায়েস, সাধারণ সম্পাদক মহব্বত আলী, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আবদুল মজিদ খাঁন রাজু, তাজুল ইসলাম চৌধুরী।

আরো উপস্থিত ছিলেন লাকসাম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এড. রফিকুল ইসলাম হিরা, মনোহরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন ভেন্ডর, আবুল কালাম আজাদ, আবুল বাশার মজুমদার, ঢাকাস্থ বঙ্গবন্ধু পরিষদের সভাপতি অহিদ উল্লাহ মজুমদার, সাধারণ সম্পাদক লায়ন ওসমান গণি ভূঁইয়া, লাকসাম উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রাশিদা আক্তার, আওয়ামীলীগ নেতা কমান্ডার আবদুল আজিজ, প্রফেসর আবদুর রশিদ, আবদুল হাই, হাজী অহিদ উল্লাহ পাটোয়ারী, হাজী নুরুল ইসলাম, মীর মোশারফ হোসেন বাবুল, আমির হোসেন মন্টু, আলমগীর হোসেন, ডা. তোফাজ্জল হোসেন, মনিরুজ্জামান ভূঁইয়া, মাহফুজুল হক মজুমদার, লাকসাম পৌরসভা কাউন্সিলর আবদুল আলিম দিদার, শাহ আলম, গোলাম কিবরিয়া সুমন, খলিলুর রহমান, মোহাম্মদ উল্লাহ, আফতাব উল্লাহ চৌধুরী জন্টু, চেয়ারম্যান নিজাম উদ্দিন শামীম, শাহিদুল ইসলাম শাহীন, আবদুল আউয়াল, আলী আহম্মদ, ওমর ফারুক, আবদুর রশিদ, হারুনুর রশিদ, রুহুল আমিন, আলমগীর হোসেন, আবদুল মন্নান, কামাল হোসেন, ইকবাল হোসেন, জিয়াউর রহমান শাহীন জিয়া, মোস্তফা কামাল, মহিন উদ্দিন চৌধুরী, আল আমিন ভূঁইয়া, আবদুল হান্নান হিরণ, রুহুল আমিন, সাইদুর রহমান দুলাল, লাকসাম উপজেলা যুবলীগ নেতা মনিরুল ইসলাম রতন, দলিলুর রহমান মানিক, মোশারফ হোসেন মজুমদার, মনোহরগঞ্জ উপজেলা যুবলীগের আহ্বায়ক দেওয়ান জসিম উদ্দিন, যুগ্ম আহ্বায়ক আবুল বাশার, মাসুদ আলম, জানে আলম, কামাল হোসেন, আমির হোসেন, এমএইচ নোমান, মহি উদ্দিন।

এছাড়া লাকসাম উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মনোহরগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক মোঃ সেলিম কাদের চৌধুরী, যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন, বেল্লাল হোসেন, সোহাগ হোসেন, ইমরান হোসেন নিক্সন, শাখাওয়াত হোসেন সুজন, সদস্য সচিব জীবন দেবনাথ টুটুল, লাকসাম উপজেলা যুব মহিলালীগ নেত্রী পড়শী সাহা, নাছিমা আক্তার, নাছরিন আক্তার, লাকসাম উপজেলা ছাত্রলীগের সভাপতি শিহাব খাঁন, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম, মনোহরগঞ্জ উপজেলা ছাত্রলীগের সভাপতি মোশারফ হোসেন বাবলু, সহ সভাপতি মোঃ আলী আক্কাছ, সহ সভাপতি মোঃ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক কামাল হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক মোশারফ হোসেন মিলন, সাংগঠনিক সম্পাদক নূরে আলম সিদ্দিকী সহ উপজেলা, পৌরসভা, ইউনিয়ন আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবকলীগ, মহিলা আওয়ামীলীগ, যুব মহিলা লীগ, শ্রমিক লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মোঃ তাজুল ইসলাম,লাকসাম-মনোহরগঞ্জ,সংসদ সসদ্য,নির্বাচিত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close