হাজীগঞ্জ (চাঁদপুর) প্রতিনিধি

  ১৭ ডিসেম্বর, ২০১৮

পুকুরে লাগানো বৈদ্যুতিক ফাঁদে কিশোরের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে মাছ চুরি রোধে লাগানো বৈদ্যুতিক ফাঁদে পড়ে রাতিফ (১৪) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। সোমবার সকালে পৌরসভাধীন ৭নং ওয়ার্ড টোরাগড় গ্রামের চরের বাড়িতে এ ঘটনা ঘটে।

রাতিফ (১২) ওই বাড়ির কৃষক সিমির আলীর ছোট ছেলে। ২ বোন ও ২ ভাইয়ের মধ্যে রাতিফ সবার ছোট।

মরদেহ উদ্ধার করে চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে হাজীগঞ্জ থানা পুলিশ। ঘটনার পর থেকে বৈদ্যুতিক ফাঁদ পাতা কবিরসহ তার পরিবারের সবাই পলাতক রয়েছে।

নিহত রাতিফের বড় বোন তাহমিনা জানান, ‘আমাদের বাড়ির প্রভাবশালী কবির হোসেন তার পুকুরে মাছ চুরি বন্ধে জিআই তার দিয়ে বৈদ্যুতিক ফাঁদ পাতে। ওই ফাঁদে আমার ভাইয়ের মৃত্যু হয়। আমার ভাই হত্যার বিচার চাই।’

ঘটনা সত্যতা নিশ্চিত করতে অভিযুক্ত কবির হোসেনের মুঠোফোনে একাধিকবার কল করেও তাকে পাওয়া যায়নি।

হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুরে পাঠানো হয়েছে। তদন্তপূর্বক দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চাঁদপুর,বিদ্যুতায়িত,কিশোর,মৃত্যু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close