কচুয়া (চাঁদপুর) প্রতিনিধি

  ১৫ ডিসেম্বর, ২০১৮

বিএনপি প্রার্থীর নির্বাচন বর্জন করলো যুবদল

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ আসনে বিএনপির মনোনীত প্রার্থী মুহাম্মদ মোশারফ হোসেনের নির্বাচন বর্জন করেছে উপজেলা যুবদল। শনিবার বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন সমর্থিত কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদল সভাপতি মাসুদ এলাহী সুভাষ ও সাধারণ সম্পাদক ফখরুল ইসলাম মিন্টুর স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে নির্বাচন বর্জনে সংবাদ জানানো হয়েছে।

প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বিএনপি এমন সংকটাপন্ন মূহুর্তে অসাংগঠনিক, অনিয়মতান্ত্রিক, হটকারী ও আত্মঘাতি সিদ্ধান্তের মাধ্যমে সাবেক সফল শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপির আর্ন্তজাতিক বিষয়ক সম্পাদক ড. আ ন ম এহসানুল হক মিলনের পরিবর্তে মুহাম্মদ মোশারফ হোসেনকে চাঁদপুর-১ কচুয়া আসনে ধানের শীষের মনোনয়ন দেয়ায় কচুয়ার ২৪২ টি গ্রামসহ সারাদেশের জাতীয়তাবাদীমনা মানুষের মধ্যে চরম হতাশা সৃষ্টি হয়েছে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, ‘ড. এহসানুল হক মিলনের কোনো অযোগ্যতার কারণ ছাড়াই অচেনা অজানা মালয়েশিয়ায় অবস্থানরত একজন সাধারণ লোককে এ মনোনয়ন দেয়া হলো যার কচুয়া বিএনপির সাংগঠনিক কোনো কর্মকাণ্ডের সঙ্গে সংশ্লিষ্টতা নেই। কচুয়ার জনগণ তাকে ব্যক্তিগতভাবে চেনে না। গণতান্ত্রিক কোনো আন্দোলনে তার বিন্দু মাত্র সম্পৃক্ততা নেই। গুটি কয়েক সুবিধাভোগী বিএনপির লোকজনের কুপরামর্শে ড. এহসানুল হক মিলনকে হেয় প্রতিপন্ন করতেই উক্ত ব্যক্তিকে মনোনয়ন দেয়া হয়। কচুয়ার মাটি মিলনের ঘাটি, এখানে ধানের শীষের বিজয়ে একমাত্র কাণ্ডারী এহসানুল হক মিলন।’

আরও বলা হয়, ‘এখন মোশারফ নামে যাকে মনোনয়ন দেয়া হলো তার সার্বিক অযোগ্যতার জন্য তাকে দিয়ে কোনো ভাবেই এ আসনের বিজয় আনা সম্ভব নয়। তাই তার জন্য নির্বাচনের ব্যর্থ চেষ্টা করে উলুবনে মুক্ত ছড়াতে চাই না। তাই আমরা কচুয়া উপজেলা জাতীয়তাবাদী যুবদলের সকল নেতা-কর্মীর মানসিকতা পর্যালোচনা ও তাদের নিরাপত্তার স্বার্থে একাদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পূর্ণরূপে বর্জন করতে বাধ্য হলাম।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএনপি,নির্বাচন,বর্জন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close