পলাশ (নরসিংদী) প্রতিনিধি

  ১৩ ডিসেম্বর, ২০১৮

মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ

প্রধানমন্ত্রী ঘোষিত শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবিতে ঘোড়াশালস্থ বাংলাদেশ জুটমিলে শ্রমিকরা বিক্ষোভ সমাবেশ পালন করেছে। বৃহস্পতিবার বিকেলে কয়েক শ’ শ্রমিক মিলের প্রধান ফটকের সামনে জড়ো হয়ে এ বিক্ষোভ সমাবেশ পালন করেন।

বাংলাদেশ জুটমিলের সিবিএ সভাপতি ইউসুফ আলীর সভাপতিত্বে বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন— বাংলাদেশ রাষ্ট্রায়ত্ব পাটকল সিবিএ নন-সিবিএ সম্মিলিত পরিষদের কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক ও বাংলাদেশ জুটমিলের সিবিএ সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান, সিবিএ সহ-সভাপতি দেলোয়ার হোসেন, সাহেব আলী, আবুল খায়ের, সিবিএ নেতা হারুণ অর রশিদ প্রমুখ।

সমাবেশে বক্তারা ২০ ডিসেম্বরের মধ্যে অবিলম্বে শ্রমিকদের প্রস্তাবিত মজুরি কমিশন বাস্তবায়নের দাবি মেনে নেওয়ার আহ্বান জানান। অন্যথায় কঠোর কর্মসূচির দেওয়ার হুমকি দেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মজুরি কমিশন,বাস্তবায়ন,বিক্ষোভ সমাবেশ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close