শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

শ্রীপুরে ভোট গ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মশালা

৩০ ডিসেম্বর জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র পরিচালনা, ভোট গ্রহণসহ নানা নিয়ম-কানুন সম্পর্কে ভোট গ্রহণকারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুস্তফা ফারুক।

বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে শ্রীপুর উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালার আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজাম্মান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিন প্রমুখ।

কর্মশালায় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকারীদের হাতে-কলমে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেওয়া হয়। নির্বিঘ্নে ভোট গ্রহণ নিশ্চিত করতে ও সাধারণ ভোটারদের ভোটদানের পরিবেশ তৈরি করে দেওয়ার কৌশলগুলো শেখানো হয়। কর্মশালায় নির্বাচনে দায়িত্বপালনকালে সরকারি নীতিমালাগুলো সম্পর্কে ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিত করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
শ্রীপুর,ভোট,প্রশিক্ষন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close