পার্বতীপুর (দিনাজপুর) প্রতিনিধি

  ১২ ডিসেম্বর, ২০১৮

পার্বতীপুরে যুব মহিলা লীগের উঠান বৈঠক

একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দিনাজপুর-৫ (পার্বতীপুর-ফুলবাড়ী) আসনে পার্বতীপুর যুব মহিলা লীগের উদ্যোগে নৌকা মার্কার পক্ষে উঠান বৈঠক অব্যাহত রয়েছে

নির্বাচনী গণসংযোগের অংশ হিসেবে বুধবার বিকেল ৪টায় পার্বতীপুর পৌর শহরের বিভিন্ন মহল্লায় গণসংযোগ শেষে ডাঙ্গাপাড়ায় উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে অংশ নিয়ে বক্তব্য রাখেন প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান ফিজারের দুই তনয়া ফারহানা রহমান মুক্তা ও ফারজানা রহমান সিমলা, যুব মহিলা লীগের আহ্বায়ক নাজনিন নাহার নিতু, যুগ্ম আহ্বায়ক রওশনা আরা ও সদস্য শামীরা আক্তার সাথী।

ফারহানা রহমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরে বলেন, নারীর উন্নয়ন অগ্রযাত্রায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিভিন্ন ভাতা প্রদানের মাধ্যমে সেবা চালু করে। শিক্ষার্থীদের মিড টু প্রকল্প সহ উপবৃত্তির ব্যবস্থা করেছে। কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে শিক্ষা চিকিৎসা সুবিধা সহ নানামুখী উন্নয়ন এখন দৃশ্যমান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পার্বতীপুর,যুব মহিলা লীগ,উঠান বৈঠক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close