আব্দুর রহমান রাসেল, রংপুর ব্যুরো

  ১২ ডিসেম্বর, ২০১৮

রংপুরে ৬টি আসনে ভোটের মাঠে লড়বে ৪৩ প্রার্থী

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি আসনে নির্বাচনী প্রচারণা ইতোমধ্যেই শুরু হয়েছে। চলমান এ প্রচারণায় কয়েকজন প্রার্থীকে মাঠে দেখা গেলেও এখন পর্যন্ত অনেক প্রার্থীই মাঠের বাইরে রয়েছেন। তবে, যে সব প্রার্থী এখনও মাঠের বাইরে তাদের পোষ্টার নির্বাচনী মাঠে টানানো রয়েছে। সেই সঙ্গে চলছে পাড়া মহল্লায় নির্বাচনী প্রচারণা।

রংপুর-১ (গঙ্গাচড়া) আসনে বুধবার দুপুরে আনুষ্ঠানিক ভাবে প্রচারণা শুরু করেন জাপার নতুন মহাসচিব মসিউর রহমান রাঙ্গা। তবে, এর আগেই তার দলের নেতা-কর্মীরা প্রচারণা শুরু করেছেন। সেই সঙ্গে নাগরিক ঐক্যের শাহ্ মো. রহমতুল্লাহ, স্বতন্ত্র প্রার্থী আসাদুজ্জামান বাবলু, ইসলামী আন্দোলনের মোক্তার হোসেন, এনপিপির ইশা মোহাম্মদ আলী সবুজ ও স্বতন্ত্র প্রার্থী সিএম সাদিক ও প্রচারণা চালাচ্ছেন।

রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনে আ.লীগের আবুল কালাম মো. আহসানুল হক চৌধুরী ডিউক, জাপার আসাদুজ্জামান চৌধুরী সাবলু, বিএনপির মোহাম্মদ আলী সরকার, স্বতন্ত্রের আনিছু ইসলাম রহমান মন্ডলসহ অন্যান্য প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন।

রংপুর-৩ (সদর- রসিক আংশিক) আসনে মহাজোট প্রার্থী হুসেইন মুহম্মদ এরশাদ অসুস্থ হয়ে দেশের বাইরে রয়েছেন জানিয়ে জাপা মহানগর সাধারণ সম্পাদক এস এম ইয়াসীর গণমাধ্যমকে বলেন, ‘এই অসুস্থ্যতার কথা ভোটারদের কাছে তুলে ধরা হবে।’

সেই সঙ্গে বিএনপির জেলা সাধারণ সম্পাদক রইচ আহমেদ প্রতিদিনের সংবাদকে বলেন, জাতীয় ঐক্যফ্রন্টের রিটা রহমান ঢাকায় আছেন। তবে, বুধবার বিকেলে রংপুর অভিমুখে তার রওনা হওয়ার কথা রয়েছে। এছাড়াও ইশার পিয়াল, পিডিপি সাব্বির আহম্মেদ সহ অন্যান্যরা প্রচারণা চালাচ্ছেন।

রংপুর-৪ (পীরগাছা-কাউনিয়া) আসনে আ.লীগের এমপি টিপু মুনশি, বিএনপির এমদাদুল হক ভরসা, জাপার মোস্তফা সেলিম বেঙ্গল, ইশার মাওলানা বদিউজ্জামানসহ প্রচারণা চালাচ্ছেন অন্যরা।

রংপুর-৫ (মিঠাপুকুর) আসনে আ.লীগের এইচএন আশিকুর রহমান নির্বাচনী এলাকায় প্রচারণা চালিয়ে যাচ্ছেন। তবে, ঐক্যফ্রন্টের জামায়াত নেতা অধ্যাপক গোলাম রব্বানী নির্বাচনী মাঠে নেই, তিনি দীর্ঘদিন ধরে বিভিন্ন মামলার আসামি হওয়ায় পলাতক রয়েছেন। এছাড়াও জাপার এসএম ফখর উজ জামান জাহাঙ্গীর, ইশার শফিকুল ইসলাম ভোলা মন্ডলসহ অন্যান্যরা প্রচারণা চালাচ্ছেন।

রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে মহাজোটের প্রার্থী স্পীকার ড. শিরীন শারমিন চৌধুরী, বিএনপির সাইফুল ইসলাম, ইশার বেলাল হোসেনসহ অন্যান্যরা প্রচারণা চালাচ্ছেন।

এদিকে, প্রচার প্রচারণায় অংশ নেওয়া প্রাথী ও সমর্থকদেরকে শান্তিপূর্ণ পরিবেশে নির্বাচনী আচরণবিধি মেনে চলার জন্য আহ্বান জানিয়েছেন রংপুরের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা জিএম সাহাতাব উদ্দিন।

তিনি জানান, রংপুর জেলায় ৬১ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছিলেন। বর্তমানে ৪৩ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতার জন্য রয়েছেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,ভোটের মাঠ,লড়বে
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close