চট্টগ্রাম ব্যুরো

  ১১ ডিসেম্বর, ২০১৮

চট্টগ্রামে আসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ

চট্টগ্রামে গ্রেফতারি পরোয়ানার আসামি ধরতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে ২ পুলিশসহ তিনজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল সাড়ে ৫টার দিকে কোতোয়ালী থানাধীন আসাদগঞ্জ কলাবাগিচা এলাকায় এ ঘটনা ঘটে।

আহত পুলিশ কনস্টেবল মো. রাসেল মিয়া কোতোয়ালী থানার অধীন পাথরঘাটা পুলিশ ফাঁড়িতে কর্মরত। একই ঘটনায় এএসআই আবু হায়াত আরেফিন ও স্থানীয় বাসিন্দা কফিল উদ্দিন আহত হয়েছেন। ঘটনায় জড়িত আজাদকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেফতার করেছে পুলিশ। তার বিরুদ্ধে অস্ত্র, ছিনতাই ও ডাকাতির প্রস্তুতির অভিযোগে ৭টি মামলা আছে।

কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, পরোয়ানার আসামি আজাদকে ধরতে ভোরে পুলিশের একটি দল কলাবাগিচায় যায়। গ্রেফতার এড়াতে আজাদ কিরিচ নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। তখন কনস্টেবল রাসেল মিয়া মাথায় গুরুতর আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ গুলি চালালে আজাদ হাতে ও পায়ে গুলিবিদ্ধ হয়।

তিনি বলেন, গুরুতর আহত রাসেল মিয়া ও গুলিবিদ্ধ আজাদকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

অভিযানে থাকা এএসআই আবু হায়াত আরেফিন ও কফিল উদ্দিন নামে স্থানীয় এক ব্যক্তিও আহত হয়েছেন ধারালো অস্ত্রের আঘাত লাগে। কফিলের হাতে কোপ দেয়া হয়েছে। তারা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,পুলিশ আহত,আসামি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close