গাজীপুর প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

প্রতীক পেলেন গাজীপুরের ৩২ প্রার্থী

গাজীপুরের পাঁচটি সংসদীয় আসনে ৩২ প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। সোমবার নির্বাচনের রিটার্নিং অফিসার ও গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর তার কার্যালয় ভাওয়াল সম্মেলন কক্ষ প্রতীক বরাদ্দ দেন। রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্র জানা গেছে, গাজীপুর-১ আসনে ৭জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের আ. ক. ম. মোজাম্মেল হক (নৌকা), বিএনপির চৌধুরী তানবীর আহমেদ সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের আবুল বাশার (হাতপাখা), বাংলাদেশ ন্যাশনালিষ্ট পার্টির (বিএনএফ) আরিফুল ইসলাম (টেলিভিশন), গণফ্রণ্টের আতিক মাহমুদ (মাছ), তরিকত ফেডারেশনের হাসান উদ্দীন (ফুলের মালা) ও বাসদের মোহাম্মদ রাহাত আহাম্মেদ (মই)।

গাজীপুর-২ আসনে ৬ জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। তারা হলেন আওয়ামী লীগের জাহিদ আহসান রাসেল এমপি (নৌকা), বিএনপির সালাউদ্দিন সরকার (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের হারুন অর রশীদ (হাতপাখা), বাংলাদেশের কমিউনিস্ট পার্টির জিয়াউল কবীর (কাস্তে), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল আবদুল কাইয়ুম (মই) ও বাংলাদেশ মুসলীম লীগ সৈয়দ মোহাম্মদ আবদুল হান্নান নূর (হারিকেন)। গাজীপুর-৩ আসনে ৭জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের ইকবাল হোসেন সবুজ (নৌকা), জাতীয় ঐক্য ফ্রন্টের ইকবাল সিদ্দিকী (ধানের শীষ), ইসলামী আন্দোলন বাংলাদেশের রহমত উল্লাহ (হাতপাখা), জাকের পার্টির নাসির উদ্দিন (গোলাপফুল), তরিকত ফেডারেশনের রফিকুল ইসলাম (ফুলের মালা), জাতীয় পার্টির আফতাব উদ্দিন আহমেদ (লাঙল) ও বাসদের এস এম মফিজ উদ্দিন (মই)।

গাজীপুর-৪ আসনে ৭জন প্রার্থীকে প্রতীক দেয়া হয়েছে। তারা হলেন- আওয়ামী লীগের সিমিন হোসেন রিমি (নৌকা), বিএনপির শাহ রিয়াজুল হান্নান (ধানের শীষ), ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের মো. নুরুল ইসলাম সরকার (হাতপাখা), বিএনএফের মোহাম্মদ সারোয়ার-ই-কায়নাত (টেলিভিশন), বাংলাদেশের কমিউনিস্ট পার্টি মানবেন্দ্র দেব (কাস্তে), জাকের পার্টির জুয়েল কবির (গোলাপফুল) ও জাসদের নাজিম উদ্দিন শেখ (তারা)।

গাজীপুর-৫ আসনে ৫ জন প্রার্থীকে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। তারা হলেন, আওয়ামী লীগের মেহের আফরোজ চুমকি (নৌকা), বিএনপির এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ), জাতীয় পার্টির রাহেলা পারভীন শিশির (লাঙল), ইসলামী আন্দোলনের মাওলানা গাজী আতাউর রহমান (হাতপাখা) ও জাকের পার্টির আমিনুল ইসলাম মাহমুদ (গোলাপফুল)।

প্রতীক বরাদ্ধ পেয়ে প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে মিছিল করে নিজ নিজ নির্বাচনী এলাকায় ছুটে যান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,প্রতীক,বরাদ্দ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close