সাতক্ষীরা প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

কারাগারে থেকেই লড়বেন খালেক

জেলা জামায়াতের সাবেক আমীর মুহাম্মদ আব্দুল খালেক ৩৮ টি মামলায় সাতক্ষীরা জেলা কারাগারে বর্তমানে আটক রয়েছেন।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষ প্রতীক নিয়ে সাতক্ষীরা সদর-২ আসনে আ.লীগের মনোনীত প্রার্থী ও বর্তমান সংসদ সদস্য মীর মোস্তাক আহম্মেদ রবির বিরুদ্ধে বিএনপির হয়ে লড়বেন এই জামায়াত নেতা।

এদিকে, এই আসনে রয়েছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিওন। তিনি লড়বেন লাঙল প্রতীক নিয়ে। এছাড়া ইসলামী আন্দোলনের মুফতি রবিউল ইসলাম (হাতপাখা), ন্যাশনাল পিপলস পার্টির (এনপিপি) জুলফিকার রহমান (আম), বাংলাদেশ সমাজতান্ত্রিক দল (বাসদ) থেকে নিত্যানন্দ সরকার (মই) প্রতীক নিয়ে নির্বাচনে অংশ গ্রহন করবেন। সব মিলিয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাতক্ষীরা সদর-২ আসন থেকে অংশ নিচ্ছেন ৬ প্রার্থী।

জেলা নির্বাচন কর্মকর্তা নাজমুল কবির বলেন, সোমবার প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়েছে। সাতক্ষীরা সদর আসনে মোট ৬ জন প্রার্থী নৌকা, লাঙল, ধানের শীষ, হাতপাখা, আম ও মই প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেবেন। বিভিন্ন রাজনৈতিক দল থেকে জেলার ৪টি আসনে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,কারাগার,খালেক,]
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close