রবিউল আলম ইভান, কুষ্টিয়া প্রতিনিধি

  ১০ ডিসেম্বর, ২০১৮

কুষ্টিয়ায় চূড়ান্ত ২৫ প্রার্থীর প্রতীক বরাদ্দ

কুষ্টিয়ায় প্রধান দুই দল আওয়ামী লীগ ও বিএনপিসহ ২৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। সোমবার দুপুর ১২টায় কুষ্টিয়া জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ থেকে প্রার্থী ও প্রার্থীদের প্রতিনিধিদের হাতে প্রতীক তুলে দেন রিটার্নিং অফিসার আসলাম হোসেন।

কুষ্টিয়ায় ৪টি সংসদীয় আসনে এবার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, বাসদসহ বিভিন্ন দলের ২৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

জেলা রিটার্নিং কর্মকর্তার অফিস সূত্রে প্রাপ্ত তথ্যমতে, একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়ার ৪টি আসনে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন দাখিল করেছিলেন ৪৪ জন। গত ২৮ নভেম্বর যাচায় বাছাই শেষে ৯ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন জেলা রির্টানিং কর্মকর্তা। এরপর ৯ ডিসেম্বর প্রার্থিতা প্রত্যাহারের শেষদিনে ১০ জনের প্রার্থিতা প্রত্যাহার করেন প্রার্থীরা। সর্বশেষ সোমবার (আজ) ২৫ জন চূড়ান্ত প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেন রির্টানিং কর্মকর্তা কুষ্টিয়া জেলা প্রশাসক আসলাম হোসেন।

চূড়ান্ত প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে প্রতীক পেলেন যারা— কুষ্টিয়া-১ (দৌলতপুর): আ ক ম সরওয়ার জাহান বাদশা (আওয়ামী লীগ), রেজা আহম্মেদ বাচ্চু মোল্লা (বিএনপি), শাহারিয়ার জামিল (জাতীয় পার্টি), আশরাফুল আলম (বিএনএফ) এবং মওলানা নাজমুল হুদা (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা): হাসানুল হক ইনু (জাসদ), আহসান হাবিব লিংকন (জাতীয় পার্টি- জাফর), মোহাম্মদ সোহাগ আহম্মদ (এনপিপি), আনোয়ার হোসেন বাবলু (বাংলাদেশ সাম্যবাদী দল), ওয়াহেদুজ্জামান (বাংলাদেশের কমিউনিষ্ট পার্টি), মারফত আলী মাষ্টার (বাংলাদেশ মুসলিম লীগ), মোজাম্মেল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ) এবং সাইফুল ইসলাম (বিএনএফ)।

কুষ্টিয়া-৩ (সদর আসন): মাহবুব উল আলম হানিফ (আওয়ামী লীগ), জাকির হোসেন সরকার (বিএনপি), আমিনুল ইসলাম (ইসলামী আন্দোলন বাংলাদেশ), আসাদুল হক (বিএনএফ), উজ্জল আহসান (এনপিপি) এবং শফিউর রহমান শফি (বাসদ)।

কুষ্টিয়া-৪ (খোকসা-কুমারখালী): সেলিম আফতাফ জর্জ (আওয়ামী লীগ), সৈয়দ মেহেদী আহমেদ রুমী (বিএনপি), আশরাফুল হক (জাতীয় পার্টি), আওলাদে পীর জাদা ইদ্রিস (বিএনএফ), তসির উদ্দিন (এনপিপি) এবং এনামুল হক (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কুষ্টিয়া,প্রার্থী,প্রতীক
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close