নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর, ২০১৮

নবাবগঞ্জে ক্ষুদে শিক্ষার্থীদের সাংস্কৃতিক কর্মসূচি

ঢাকার নবাবগঞ্জ উপজেলার বাহ্রা ইউনিয়নের কান্দামাত্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ক্ষুদে শিক্ষার্থীদেরকে নিয়ে সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মসূচি আয়োজন করেছে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের সহযোগিতায় এনজিও সংস্থা ‘বাস্তব’। শনিবার দুপুরে বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে নাচ, গান, একক অভিনয়, কবিতা আবৃতি, যেমন খুশি তেমন সাজো, খেলাধুলাসহ বিভিন্ন সাংস্কৃতিক কর্মসূচিতে বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।

বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সদস্য মিজানুর রহমান শিলুর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাহ্রা ইউপি চেয়ারম্যান ড. সাফিল উদ্দিন মিয়া।

বিশেষ অতিথি ছিলেন— নবাবগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা সহকারী কর্মকর্তা লিয়াকত হোসাইন, বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ কর্পোরেশন (বিসিআইসি) কর্মচারী লীগের সাধারণ সম্পাদক সাইদুর রহমান লিলু, বিদ্যালয়ের সদস্য মনিরুল ইসলাম, ‘বাস্তব’র সাংস্কৃতিক ও ক্রীড়া কর্মকর্তা আমান উল্লাহ, প্রধান শিক্ষক নাসির উদ্দিন প্রমুখ।

অনুষ্ঠান শেষে বিজয়ী প্রতিযোগিদের মাঝে পুরস্কার প্রদান করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
নবাবগঞ্জ,ক্ষুদে শিক্ষার্থী,সাংস্কৃতিক,কর্মসূচি
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close