রংপুর ব্যুরো

  ০৮ ডিসেম্বর, ২০১৮

বেগম রোকেয়া দিবস রোববার

মহিয়সী নারী বেগম রোকেয়ার ১৩৮ তম জন্ম ও ৮৬ তম মৃত্যুবার্ষিকী রোববার (৯ ডিসেম্বর)। ১৮৮০ সালের এই দিনে রংপুর জেলার মিঠাপুকুর উপজেলার পায়রাবন্দ গ্রামে জন্মগ্রহণ করেন তিনি।

রক্ষণশীল মুসলিম পরিবারে জন্ম নিয়ে তিনি নারী জাগরণের অগ্রদূতের ভূমিকায় অবতীর্ণ হন। তিনি উনবিংশ শতাব্দীর একজন খ্যাতিমান বাঙালি সাহিত্যিক ও সমাজ সংস্কারক। ১৯৩২ সালের ৯ ডিসেম্বর তিনি কলকাতায় মৃত্যুবরণ করেন।

নারীজাগরণ ও নারী শিক্ষার অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তার জন্মদিনে প্রতি বছরের মত এবারও ‘বেগম রোকেয়া দিবস-২০১৮’ উদযাপিত হবে। পায়রাবন্দ গ্রামে বেগম রোকেয়া স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে কর্মসূচির উদ্বোধন করা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বেগম রোকেয়া,দিবস,রংপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close