গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ০৫ ডিসেম্বর, ২০১৮

পুলিশের ওপর চড়াও হয়ে আসামি ছিনিয়ে নিলো নারীরা

ময়মনসিংহের গৌরীপুর থানার পুলিশের এক এসআইকে (সহকারি উপপরিদর্শক) কামড় দিয়ে আহত করে আসামি ছিনিয়ে নেয়ার অভিযোগ পাওয়া গেছে স্থানীয় কয়েকজন নারীর বিরুদ্ধে।

আহত ওই এসআইয়ের নাম রুহুল আমিন। ছিনিয়ে নেয়া আসামির নাম আনোয়ার হোসেন আনু। সে গৌরীপুর পৌর শাখা ছাত্রদলের সহসভাপতি। গত সোমবার রাতে পৌর শহরের মাছুয়াকান্দা গ্রামে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি বুধবার দুপুরে জানাজানি হলে এলাকায় তোলপাড় শুরু হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ছাত্রদল নেতা আনোয়ারের বিরুদ্ধে গৌরীপুর থানায় ৩টি মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত সোমবার বিকালে এসআই রুহুল আমিন সাদা পোশাকে ছাত্রদল নেতা আনোয়ারকে ধরতে মাছুয়াকান্দা গ্রামে অভিযান চালায়। আনোয়ারকে ধরার মুহূর্তে এসাআই রুহুল আমিনের ওপর হামলে পড়েন আনোয়ারের পরিবারের নারীরা।

ধস্তাধস্তির এক পর্যায়ে নারীরা এসআই রুহুল আমিনের হাতে কামড় দিয়ে আসামি আনোয়ারকে ছিনিয়ে নেয়। ওই সময় রুহুল আমিন আত্মরক্ষার জন্য নিজের পরিচয় দিয়েও রেহায় পাইনি। খবর পেয়ে পুলিশ গিয়ে রুহুল আমিনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।

এ বিষয়ে জানতে চাইলে এসআই রুহুল আমিন, আনোয়ার হোসেন একজন মাদক ব্যবসায়ী। কয়েকদিন আগে মাদক নিয়ে সে মারামারি করেছে। তার বিরুদ্ধে গৌরীপুর থানায় ৩টি গ্রেফতারি পরোয়ানা রয়েছে। গত সোমবার একজন পুলিশ সদস্যকে নিয়ে আনোয়ারকে ধরতে মাছুয়াকান্দা গ্রামে গেলে নারীরা বাধা দেয়। পরে আনোয়ার পালিয়ে যায়। আর কামড় দেয়ার অভিযোগ সত্য নয়।

গৌরীপুর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) গোলাম মাওলা বলেন, এসআই রুহুল আমিন গ্রেফতারি পরোয়ানভুক্ত আসামি ধরতে মহিলার তার ওপর চড়াও হয়ে কামড় দেয়। পরে আসামি পালিয়ে যায়। তবে আমরা তাকে গ্রেফতারের চেষ্টা চালাচ্ছি।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
এসআই,আসামি ছিনতাই,গৌরীপুর উপজেলা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close