সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

  ০৪ ডিসেম্বর, ২০১৮

উত্যক্তের প্রতিবাদ করায় বাবাকে পিটিয়ে জখম, আটক ২

টাঙ্গাইলের সখীপুরে মেয়েকে উত্যক্তের প্রতিবাদ করায় বখাটেদের লাঠি পেটায় বাবা আহত হওয়ার ঘটনায় দুই তরুণকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার সকালে ওই মেয়ের বাবা নাছির উদ্দিন বাদী হয়ে চার জনের নামে থানায় মামলা করেছেন।

আটককৃতরা হলেন— উপজেলার কীর্ত্তনখোলা উত্তর পাড়া এলাকার মোস্তফা (২৪) ও আলহাজ (২১)। আহত নাসির উদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখনো ভর্তি রয়েছেন। সোমবার বিকেলে উপজেলার কীত্তনখোলা উত্তর পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও এলাকাবাসী জানায়, ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে মোস্তফা ও আলহাজ নামের দুই তরুণসহ চার বখাটে ওই ছাত্রীকে উত্ত্যক্ত করে। এ ঘটনা বাড়িতে জানালে ছাত্রীর বাবা প্রতিবাদ করতে যায়। এ সময় বখাটেদের লাঠি পেটায় আহত হন ওই ছাত্রীর বাবা নাসির উদ্দিন। স্থানীয়রা তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।

সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমীর হোসেন বলেন, এ ঘটনায় ছাত্রীর বাবা বাদী হয়ে মামলা করেছেন। দুই জনকে আটক করা হয়েছে। বাকি দুইজনকে আটকের চেষ্টা চলছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সখীপুর,উত্যক্ত,আটক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close