নীলফামারী প্রতিনিধি

  ০৩ ডিসেম্বর, ২০১৮

ইজতেমা ময়দানে হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ

টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে মাদ্রাসার ছাত্র, আলেম-ওলামা ও তাবলীগ সাথীদের ওপড় হামলার প্রতিবাদে নীলফামারীতে বিক্ষোভ করে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়েছেন জেলার তাবলীগ জামাত ও ওলামায়ে-মাশায়েখরা।

সোমবার দুপুর ১২ টায় শহরের মাধারমোড় থেকে একটি বিক্ষোভ মিছিল শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেয়ার মাধ্যমে শেষ হয়।

স্মারকলিপিতে হামলার নির্দেশদাতাদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনাসহ ছয় দফা দাবি করা হয়। এরপর সেখান থেকে বিক্ষোভ মিছিলটি আবারও শুরু হয়ে শহরের জোরদড়গাহ এলাকায় গিয়ে শেষ হয়।

এ সময় টেক্সটাইল দারুল উলুম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আমিনুল্লাহ, সৈয়দপুর জামেআ আরাবিয়া মাদ্রাসার অধ্যক্ষ আবুল কাশেম কাসেমী ও কেন্দ্রীয় বড় মসজিদের খতিব খন্দকার আশরাফুল হক নুরীসহ অন্যান্য আলেমগন উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইজতেমা,নীলফামারী,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close