reporterঅনলাইন ডেস্ক
  ০৩ ডিসেম্বর, ২০১৮

গ্যাসের আগুনে খুলনায় দগ্ধ ৩

খুলনা শহরে ‘সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে জমে থাকা গ্যাসের’ আগুনে তিনজন দগ্ধ হয়েছেন। বিআইডিসি রোডে প্লাটিনাম জুবিলি জুট মিলের দ্বিতীয় গেট এলাকায় রোববার রাতে অগ্নিকাণ্ডের এ ঘটনা ঘটে।

আগুনে দগ্ধ হয়েছেন ওই এলাকার জাফর ঢালীর স্ত্রী আনোয়ারা বেগম (৫০), একই এলাকার ইউসুফ শেখের ছেলে রিফাত (৮) ও বাবুল শেখের ছেলে জিহাদ (১৮)। তাদের খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

খালিশপুর থানার ওসি সরদার মোশাররফ হোসেন জানান, আনোয়ারা রাতে গ্যাসের চুলা ধরাতে গেলে রান্নাঘরে আগুন ধরে যায়। এতে আনোয়ারারও সারা শরীরে আগুন ধরে যায়। তাকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন জিহাদ ও রিফাত।

আগে থেকে সিলিন্ডারের পাইপ ছিদ্র হয়ে রান্নাঘরে গ্যাস জমা হয়ে ছিল বলে ধারণা করা হচ্ছে। ফলে আগুন জ্বালানোর সঙ্গে সঙ্গে সারা ঘরে ছড়িয়ে পড়ে। দগ্ধ তিনজনকেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে বলে ওসি মোশাররফ জানান।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
খুলনা,আগুনে দগ্ধ,সিলিন্ডার বিস্ফোরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close