গাজীপুর প্রতিনিধি

  ২২ নভেম্বর, ২০১৮

সিগারেটের আগুনে পুড়লো ভাঙারী দোকান

গাজীপুর সিটি কর্পোরেশনের সাইনবোর্ড এলাকায় বৃহস্পতিবার ভোররাতে অগ্নিকাণ্ডে পুড়েছে একটি ভাঙারী (পরিত্যাক্ত মালামালের) দোকান। গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা আগুন নেভায়।

গাজীপুর ফায়ার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার জাকির হোসেন জানান, রাত সোয়া ৪টার দিকে সাইনবোর্ড ভূসিরমিল এলাকার দুলাল ভাণ্ডারীর মালিকানাধীন টিনসেটের ভাঙারী দোকানে আগুন লাগে। এ সময় স্থানীয়দের দেওয়া খবরে গাজীপুর ফায়ার স্টেশনের দুইটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পৌনে ৫টার দিকে আগুন নেভায়। তিনি আরো জানান, আগুনে দোকান এবং দোকানের মালামাল পুড়ে প্রায় এক লাখ টাকার ক্ষতি হয়েছে এবং পাঁচ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বিড়ি-সিগারেটের আগুন থেকে ওই আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গাজীপুর,সিগারেট,আগুন,ভাঙারী
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close