গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ২০ নভেম্বর, ২০১৮

গৌরীপুরে নির্বাচনী বিলবোর্ড-তোরণ অপসারণ

একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার জন্য নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ময়মনসিংহ-৩ গৌরীপুর আসনে নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করা হয়েছে।

মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারহানা করিমের নেতৃত্বে পরিচালিত এক অভিযানে এসব নির্বাচনী প্রচারণার সামগ্রী অপসারণ করা হয়।

জানা গেছে, নির্বাচন কমিশন কর্তৃক প্রার্থীদের পক্ষে ব্যানার, ফেস্টুনসহ বিভিন্ন প্রচারণার বিল বোর্ড অপসারণের নির্দেশ দেওয়া হয়। এরই ধারাবাহিকতায় উপজেলা নির্বাহী অফিসার ফারহানা করিমের নেতৃতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবুল মনসুর নির্বাচনী এলাকায় অভিযান চালিয়ে বিভিন্ন স্থানের নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ, প্যান্ডেল অপসারণ করেন।

ইউএনও ফারহানা করিম বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্যে নির্বাচনী আচরণবিধি অনুযায়ী ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে উপজেলার সকল নির্বাচনী ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড, গেইট, তোরণ অপসারণ করা হচ্ছে। অনেক স্থানে স্থানীয় নেতৃবৃন্দ আইনের প্রতি সম্মান দেখিয়ে নিজেরাই অপসারণ করেছেন। এরপরও যদি কোথাও ব্যানার, ফেস্টুন, বিলবোর্ড দেখা যায় তাহলে সেগুলোও খুলে ফেলা হবে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গৌরীপুর,বিলবোর্ড,অপসারণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close