বান্দরবান প্রতিনিধি

  ১৮ নভেম্বর, ২০১৮

গাছ চুরি : লামা-আলীকদমে বিদ্যুৎ সরবরাহ বন্ধ

বান্দরবানের লামায় রাতের আধাঁরে সড়কের পাশের শতবর্ষী গাছ কেটে ফেলে গেছে একটি চিহ্নিত চোর চক্র। এসময় গাছটি বিদ্যুতের ৩৩ হাজার ও ১১ হাজার কেভির মেইন লাইনের ওপর পড়লে বিদ্যুতের লাইন ছিঁড়ে লামা-আলীকদম উপজেলার বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়।

রোববার ভোরে লামা-চকরিয়া সড়কের মধুঝিরিস্থ লামা পৌরসভার অফিস সংলগ্ন এলাকায় জনৈক জালাল আহমদের নেতৃত্বে চোর গ্রুপ গাছটি কেটে ফেলে।

খবর পেয়ে লামা বিদ্যুৎ বিভাগের আবাসিক প্রকৌশলী সাজ্জাদ সিদ্দিক এবং সড়ক ও জনপদ (সওজ) বিভাগের লামার ওয়ার্ক সুপারভাইজার রবি জয় চাকমা ঘটনাস্থলে উপস্থিত হন। এসময় সওজ বিভাগ কাটা গাছটি উদ্ধার ও বিদ্যুৎ বিভাগ এক গাছ চোরকে আটক করেন।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা বলেন, ঘটনাটি শুনেছি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি। তারা এই বিষয়ে থানায় অভিযোগ দেবেন বলে জানিয়েছেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
লামা,বিদ্যুৎ,বন্ধ,গাছ,চুরি
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close