চট্টগ্রাম ব্যুরো

  ১৮ নভেম্বর, ২০১৮

সিগারেট খাওয়াকে কেন্দ্র করে ছাত্রলীগের ধাওয়া-পাল্টা ধাওয়া

চট্টগ্রামে নগরের ওমরগণি এমইএস কলেজের ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার দুপুরে জিইসি এলাকায় এ ঘটনার সময় ভাঙচুরও চালানো হয়। দুই পক্ষই চট্টগ্রাম নগর আওয়ামী লীগের সাবেক সভাপতি প্রয়াত এবিএম মহিউদ্দিন চৌধুরীর অনুসারী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার এমইএস কলেজ সংলগ্ন ভূঁইয়া গলিতে সিগারেট খাওয়াকে কেন্দ্র করে কলেজ ছাত্রলীগের দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ ঘটনার জের ধরে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনার পর কলেজ ছাত্রলীগ নেতারা হস্তক্ষেপ করেন এবং দুই পক্ষকে ডেকে বিরোধ মিটিয়ে ফেলতে বলেন। এরপরও ছাত্রলীগের একটি পক্ষ রোববার দুপুরে বাটা গলি এলাকায় গিয়ে কয়েকটি দোকান ও ভবনে ভাঙচুর শুরু করে। এতে ওই এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া হলে সড়কে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।

খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. নাসির উদ্দিন বলেন, ‘এমইএস কলেজের ছাত্রদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি শান্ত করে। এ ঘটনায় কেউ আহত হয়েছে কিনা আমরা জানি না।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সিগারেট,ছাত্রলীগ,ধাওয়া,চট্টগ্রাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close