সাতক্ষীরা প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৮

‘নির্বাচন সুষ্ঠু ও গ্রহনযোগ্য করতে সব ব্যবস্থা থাকবে’

‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনটি দেশের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনটি অনুষ্ঠিত হচ্ছে ভিন্ন আঙ্গিকে। কেননা, এবারই প্রথম কোনও নির্বাচিত সরকারের অধীনে জাতীয় সংসদ নির্বাচিত অনুষ্ঠিত হচ্ছে। এটি নিয়ে দেশি-বিদেশি বিশিষ্টজনদের আগ্রহের কমতি নেই। ভোটাররা যাতে নিজেদের ইচ্ছায় তাদের ভোটাধিকার শান্তিপূর্ণভাবে প্রয়োগ করতে পারে সেজন্য সর্বাত্মক প্রস্তুতি ইতোমধ্যে গ্রহণ করা হয়েছে।’

সংসদ নির্বাচনকে সামনে রেখে সাতক্ষীরার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় জেলা রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এসএম মোস্তফা কামাল এসব কথা বলেন। শুক্রবার বিকেল ৪টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি আবু আহম্মেদ, সাধারণ সম্পাদক আব্দুল বারী, জেলা সংবাদপত্র পরিষদের আহ্বায়ক নুর ইসলাম, প্রথম আলোর প্রতিনিধি কল্যাণ ব্যানার্জী, সাতনদী পত্রিকার সম্পাদক হাবিবুর রহমান হাবিব, পত্রদূত পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ, সময় টিভির রিপোর্টার মমতাজ আহম্মেদ বাপ্পি, এনটিভির সুভাষ চৌধুরী, আরটিভির রামকৃষ্ণ চক্রবর্তী, যমুনা টিভির আহসানুর রহমান রাজীব, ইন্ডিপেনডেন্ট টিভির আবুল কাশেম, ডিবিসি নিউজের জিল্লুর রহমান, বিজয় টিভি ও জাগোনিউজের আকরামুল ইসলাম, বাংলা নিউজের তানজির আহম্মেদ, সাংবাদিক আব্দুস সামাদ, জগন্নাথ রায়, আব্দুর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় সাংবাদিকদের পক্ষ থেকে নির্বাচন শান্তিপূর্ণ করার লক্ষ্যে বিভিন্ন ধরণের পরামর্শ প্রদান করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
সাতক্ষীরা,নির্বাচন,গ্রহনযোগ্য,ব্যবস্থা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close