ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৬ নভেম্বর, ২০১৮

ঠাকুরগাঁওয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

‘যোগ দাও যুক্তির মেলায়’ স্লোগানকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে ৬টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। ‘পুষ্টি প্রথম আলোর’ আয়োজনে শুক্রবার সকালে শহরের গোবিন্দনগর এলাকার ইকো পাঠশালা এন্ড কলেজের হলরুমে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বিতর্ক প্রতিযোগিতার উদ্বোধন করেন ইকো পাঠশালা এন্ড কলেজের অধ্যক্ষ সেলিমা আখতার। এসময় দৈনিক প্রথম আলো পত্রিকার ঠাকুরগাঁও প্রতিনিধি মজিবর রহমান খানসহ অনেকে উপস্থিত ছিলেন।

প্রতিযোগিতায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়, সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, আরকে স্টেট উচ্চ বিদ্যালয়, ইকো পাঠশালা এন্ড কলেজ, গিলাবাড়ী আদর্শ উচ্চ বিদ্যালয় ও কালেক্টরেট পাবলিক স্কুলের ৯০ জন শিক্ষার্থী অংশ নেয়।

প্রতিযোগিতার শুরুতে কুইজ অনুষ্ঠিত হয়। এতে দুই ভাগে ৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণি ও ৯ম থেকে ১০ম শ্রেণির শিক্ষার্থীরা অংশ নেয়। পরে ৮টি গ্রুপ বিতর্ক প্রতিযোগিতায় অংশ নেয়। বিতর্ক প্রতিযোগিতার ‘প্রযুক্তি’ বিষয় নিয়ে আলোচনা হয়।

প্রতিযোগিতা শেষে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,বিতর্ক,প্রতিযোগিতা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close