ঠাকুরগাঁও প্রতিনিধি

  ১৫ নভেম্বর, ২০১৮

ঠাকুরগাঁওয়ে ছাত্রলীগের বিক্ষোভ মিছিল

‘বিএনপির আগুন সন্ত্রাস ও নির্বাচন বানচালের ষড়যন্ত্রের’ প্রতিবাদে ঠাকুরগাঁওয়ে বিক্ষোভ মিছিল করেছে জেলা ছাত্রলীগ।

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার বিকেলে দলীয় কার্যালয় থেকে ঠাকুরগাঁও জেলা ছাত্রলীগের উদ্যোগে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহরের চৌরাস্তা মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা ছাত্রলীগের সভাপতি মাহাবুব হোসেন রনির সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সানোয়ার পারভেজ পুলক, সিনিয়র সহ-সভাপতি কোরবান আলী সরকার, মানিক আলী, আরাফাত হোসেন লিয়েন, বেলাল হোসেন স্বপন, যুগ্ম সাধারণ সম্পাদক রাজু আহমেদ, সাংগঠনিক সম্পাদক ওসমান গনি, রাজিউর রহমান রাজু, নাহিদ আলম নিউমুন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক হিমেল, পৌর ছাত্রলীগরে সভাপতি নান্নু ইসলাম, সাধারণ সম্পাদক মেহেদি হাসান সবুজ প্রমুখ।

বক্তারা বলেন, ‘একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে বানচাল করতে বিএনপি ষড়যন্ত্র করছে। গতকালও (বুধবার) বিএনপির নেতা-কর্মীরা গাড়িতে আগুন দিয়েছে। তারা দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। এসব ষড়যন্ত্রকারীদেরকে কঠোরভাবে দমন করতে হবে।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঠাকুরগাঁও,ছাত্রলীগ,বিক্ষোভ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close