রাজশাহী ব্যুরো

  ১৫ নভেম্বর, ২০১৮

‘৫ বছরে একশ গার্মেন্টস স্থাপন করা হবে’

‘নগরীর বেকার সমস্যা নিরসনে আগামী পাঁচ বছরে একশটি গার্মেন্টস কারখানা স্থাপন করা হবে। টেইলারিং এন্ড ড্রেস মেকিং ট্রেডে প্রশিক্ষণ গ্রহণকারী দক্ষতা অর্জনকারীদের এ সকল গার্মেন্টস কারখানায় কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে।’

বৃহস্পতিবার ইউসেপ বাংলাদেশ রাজশাহী রিজিয়ন চাইল্ড এন্ড ওমেন রাইটস অ্যাডভোকেসি (সিডাব্লিউআরএ) আয়োজনে নগর ভবন সরিৎ দত্ত গুপ্ত নগর সভাকক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন এ কথা বলেন। সভায় বিশেষ অতিথি ছিলেন রাসিক’র প্যানেল মেয়র-১ ও ১২নং ওয়ার্ড কাউন্সিলর সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-৩ ও ১নং সংরক্ষিত আসনের কাউন্সিলর তাহেরা খাতুন মিলি, এফডব্লিউসিএর পরিচালক ওয়াহিদা খানম, ওয়েবের সভাপতি আঞ্জুমান আরা পারভীন।

স্বাগত বক্তব্য রাখেন ইউসেপ বাংলাদেশ রাজশাহীর ডিপিও ড. ফেরদৌস আরা পারভীন। সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের কাউন্সিলরবৃন্দ ও ইউসেপের ডেপুটি প্রোগ্রাম অফিসার জব প্লেসমেন্ট প্রবীর কুমার পাল, হেড অব টেকনিক্যাল স্কুল শেখ রওশন আমিন, অ্যাসিটেন্ট প্রোগ্রাম অফিসার মো. শাহজাহান প্রমুখ উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজশাহী,গার্মেন্টস,খায়রুজ্জামান লিটন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close