পটুয়াখালী প্রতিনিধি

  ১৪ নভেম্বর, ২০১৮

পটুয়াখালী বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

পটুয়াখালীতে বিনামূল্যে ডায়াবেটিস চিহ্নিতকরণ, পদযাত্রা ও আলোচনাসভার মধ্যে দিয়ে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত হয়েছে। বুধবার সকাল ১০টায় পটুয়াখালী ডায়াবেটিক সমিতির উদ্যোগে সমিতির কার্যালয় থেকে এক পদযাত্রা শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই স্থানে এসে শেষ হয়।

পদযাত্রা শেষে সমিতি কার্যালয়ের হলরুমে অবৈতনিক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- পটুয়াখালী ডায়াবেটিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক আবদুস সালাম খান, মেডিকেল অফিসার ডা. জয় গোপাল দাস, অবৈতনিক মেডিকেল অফিসার ডা. মাজহারুল ইসলাম, ডা. কাজী সায়্যিদা নাসরিন, সমাজ কল্যাণ সম্পাদক রিনা দাস প্রমুখ।

বক্তারা ডায়াবেটিস রোগ নিয়ন্ত্রণে সবাইকে সচেতন থাকার আহ্বান জানান। ডায়াবেটিস রোগ বিষয়ক জনসচেতনতা সৃষ্টির লক্ষে সমিতির ব্যবস্থাপনায় জেলার সাতটি উপজেলায় ডায়াবেটিস পরীক্ষা কার্যক্রমের আওতায় ৬ শতাধিক ডায়াবেটিস রোগী চিহ্নিত হয়েছে বলে জানান সমিতির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর সিকদার।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,ডায়াবেটিস,দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close