গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি

  ১৩ নভেম্বর, ২০১৮

হুমায়ূন আহমেদের নামে ট্রেনের দাবি

ময়মনসিংহের গৌরীপুরে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পালিত হয়েছে নন্দিত কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭০তম জন্মদিন। দিনটি উপলক্ষে মঙ্গলবার দুপুরে পৌর শহরে বর্ণাঢ্য শোভাযাত্রা, কেক কাটা ও আলোচনাসভার আয়োজন করে স্থানীয় সংগঠন ‘কথা সাহিত্যিক হুমায়ূন আহমেদ স্মৃতি পরিষদ’।

আলোচনাসভা থেকে হুমায়ূন আহমেদ ভক্তরা গৌরীপুর রেলওয়ে জংশনে হুমায়ূন আহমেদের স্মৃতি সংরক্ষণের জন্য ‘হুমায়ূন চত্বর’ নির্মাণ ও হুমায়ূন আহমেদের নামকরণে একটি আন্তঃনগর ট্রেনের দাবি জানান।

সংগঠনের সভাপতি মোতালিব বিন আয়েতের সভাপতিত্বে আলোচনাসভায় বক্তব্য রাখেন, গৌরীপুর পাবলিক কলেজের অধ্যক্ষ শফিকুল ইসলাম মিন্টু, প্রথম আলোর ময়মনসিংহ প্রতিনিধি কামরান পারভেজ, প্রতিদিনের সংবাদের গৌরীপুর প্রতিনিধি রাকিবুল ইসলাম রাকিব, ব্যবসায়ী নান্নু মিয়া, আবু সাঈদ, হাবিবুর রহমান, কাউসার প্রমুখ।

গৌরীপুর রেলওয়ে জংশনের স্টেশন মাস্টার আব্দুর রশিদ বলেন, ‘হুমায়ূন আহমেদ ভক্তদের দাবিগুলো সম্পর্কে ঊর্ধ্বতন কর্তৃপক্ষরা অবগত আছেন। তারপরও আমরা নতুন করে ভক্তদের দাবির বিষয়গুলো সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাবো।’

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হুমায়ূন আহমেদ,ট্রেন,গৌরীপুর
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close