রাজশাহী ব্যুরো

  ০৮ নভেম্বর, ২০১৮

ঝাড়ু হাতে রাস্তা পরিস্কার করলেন মেয়র লিটন

নগরীর পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম ও ডাস্টবিন বিতরণের উদ্বোধন করেছেন রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন। বৃহস্পতিবার দুপুরে কার্যক্রম উদ্বোধনের পর ঝাড়ু দিয়ে সড়ক ও আশপাশের রাস্তা পরিস্কার করেন তিনি।

রাসিক পরিচ্ছন্ন বিভাগের উদ্যোগে নগরীর সাহেববাজার বড় সমজিদের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মেয়র খায়রুজ্জামান লিটন কার্যক্রমের উদ্বোধন করেন।

অনুষ্ঠানে ১০ জন ব্যবসায়ীকে ডাস্টবিন দেওয়া হয়। আগামীতে প্রথমধাপে নগরীর প্রায় ১২ হাজার ব্যবসায়ীকে ডাস্টবিন দেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন— রাজশাহী সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র-১ সরিফুল ইসলাম বাবু, প্যানেল মেয়র-২ রজব আলী, প্যানেল মেয়র-৩ তাহেরা বেগম মিলি, স্থানীয় দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাসিকের পরিচ্ছন্ন বিভাগের প্রধান কর্মকর্তা শেখ মো. মামুন ডলার, রাজশাহী চেম্বার অব কর্মাস এ্যান্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি মনিরুজ্জামান মনি, পরিচালক আতিকুর রহমান কালু, সহ-সভাপতির মাসুদুর রহমান রিংকু, দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক সারোয়ার হোসেন স্বপন, ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক সেকন্দার আলী, আরডিএক মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ফরিদ মামুদ হাসান, সাধারণ সম্পাদক ফরহাদ মাদুদু হাসান প্রমুখ।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ঝাড়ু,রাস্তা পরিস্কার,মেয়র লিটন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close