চট্টগ্রাম ব্যুরো

  ০৬ নভেম্বর, ২০১৮

অপহরণের আড়াই মাস পর শিশু উদ্ধার, গ্রেফতার ২

অপহরণের দুই মাস ২১ দিন পর চট্টগ্রাম নগরের বাকলিয়া থানা এলাকার একটি বাসা থেকে নাঈমুল হাসান (৭) নামে এক শিশুকে উদ্ধার করেছে র‌্যাব-৭। মঙ্গলবার ভোরে তাকে উদ্ধারের পাশাপাশি ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেফতার করা হয়েছে।

নাঈমুল হাসান কক্সবাজার জেলার পেকুয়া এলাকার আবদুল হাই এর ছেলে। গ্রেফতারকৃতরা হলেন মো. সোহেল (৩০) ও মো. পারভেজ (২২)।

র‌্যাব জানায়, নাঈমুলের বাবাসহ পরিবারের সদস্যদের সঙ্গে তাদের নিকটাত্মীয়দের সম্পত্তি সংক্রান্ত বিরোধ ছিল। সেই বিরোধের জেরে গত ২৪ আগস্ট কক্সবাজারের পেকুয়া থেকে শিশু নাঈমুলকে অপহরণ করে নগরীর বাকলিয়া থানাধীন রফিক সওদাগর কলোনিতে একটি বাসায় ২ মাস ১২ দিন জিম্মি করে রাখা হয়।

র‌্যাব-৭ চট্টগ্রামের সিনিয়র সহকারী পরিচালক মাশকুর রহমান বলেন, অপহরণের দুই মাস পরও উদ্ধার না হওয়ায় নাঈমুলের বাবা র‌্যাবের সহায়তা চান। এরপর অভিযানে নেমে নাঈমুলকে উদ্ধারের পাশাপাশি দুই অপহরণকারী গ্রেফতার করা হয়েছে।

তিনি বলেন, নাঈমুলদের পারিবারিক প্রতিপক্ষ সোহেল ও পারভেজকে অপহরণের কাজে টাকার বিনিময়ে ব্যবহার করেছে। তবে তারা পেশাদার অপহরণকারী নয়। অপহরণের পর এক লাখ টাকা মুক্তিপণও দাবি করে। তদন্তের স্বার্থে নাঈমুলদের পারিবারিক প্রতিপক্ষের পরিচয় এখনই প্রকাশ করা যাচ্ছে না।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
অপহরণ,আড়াই মাস,শিশু উদ্ধার,গ্রেফতার
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close