ধুনট (বগুড়া) প্রতিনিধি

  ০৫ নভেম্বর, ২০১৮

ধুনটে ২২টি বিদ্যালয়ে নতুন ভবন

বগুড়ার ধুনট উপজেলায় ৪ তলা ফাউন্ডেশনসহ দ্বিতল ভবন ও উর্দ্ধমূখী সম্প্রসারণ প্রকল্পের আওতায় নতুন ভবন পাচ্ছে ২২টি প্রাথমিক বিদ্যালয়। প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে ভবন গুলোর নির্মাণকাজ ইতিমধ্যে শুরু হয়েছে। রোববার আনুষ্ঠানিকভাবে নির্মাণকাজগুলোর উদ্বোধন করা হয়।

রোববার বিকালে হুকুম আলী বাসষ্ট্যান্ড এলাকায় আনুষ্ঠানিকভাবে ৩৬টি উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন করেন সংসদ সদস্য হাবিবর রহমান। উন্নয়ন প্রকল্পের নির্মাণকাজের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি।

এ সময় সাংসদ হাবিবর রহমান বলেন, বঙ্গবন্ধু কন্যা উন্নত বিশ্বের সাথে তাল মিলিয়ে দেশ এগিয়ে নেওয়ার লক্ষ্যে কাজ করছেন। এজন্য দেশব্যাপী উন্নয়নযজ্ঞ চলছে। এসব প্রকল্প তারই ধারাবাহিকতা। এ সময় তিনি উন্নয়নের ধারাবাহিকতা রক্ষায় নৌকায় ভোট প্রার্থনা করেন।

উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম বলেন, ভিত্তিপ্রস্তর স্থাপন হওয়া অন্য প্রকল্পগুলোর মধ্যে রয়েছে ১ কোটি ৮ লাখ টাকা ব্যয়ে গোপালনগর ইউনিয়ন পরিষদ, ৭০লাখ টাকা ব্যয়ে চৌকিবাড়ী ও গোপালনগর ইউনিয়ন ভূমি অফিস, ৬০ লাখ টাকা ব্যয়ে ধুনট সদর ও এলাঙ্গী ইউনিয়নের দু’টি সড়ক নির্মাণ এবং ৫০ লাখ টাকা ব্যয়ে মসজিদ, মন্দির, ঈদগাহ ও কবরস্থান উন্নয়নে ১০টি প্রকল্প।

এদিকে উপজেলা প্রকৌশলী কার্যালয় সূত্রে জানা যায়, প্রায় ১৪ কোটি টাকা ব্যয়ে জালশুকা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডেকরাঘাট সরকারি বিদ্যালয়, খাটিয়ামারী সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলা-হামিদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, অলোয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রামনারায়নপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, শেহলিয়াবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালেরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, সরুগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়, কাদাই আবু হাসান ঠান্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়, বড়বিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নিশ্চিন্তপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, চান্দিয়ার সরকারি প্রাথমিক বিদ্যালয়, শাহাজীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়, ভান্ডারবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়, খোকশাহাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, চিথুলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধবডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়, নাংলু সরকারি প্রাথমিক বিদ্যালয়, বলারবাড়ী মাটিকাটা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পাঁচথুপী-নসরতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নতুন ভবন ও উর্দ্ধমূখী সম্পসারণ কাজ হচ্ছে। ইতিমধ্যে প্রকল্পের নির্মাণকাজ শুরু হয়েছে। এসব প্রকল্প বাস্তবায়ন হলে বিদ্যালয় গুলোতে শ্রেণিকক্ষ সংকট দূর হবে। এতে পাঠদানের পরিবেশ উন্নয়ন ঘটবে।

উপজেলা নির্বাহি কর্মকর্তা রাজিয়া সুলতানার সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হাই খোকন, পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রকৌশলী জহুরুল ইসলাম, ধুনট থানার অফিসার্স ইনচার্জ (ওসি) ইসমাইল হোসেন, উপজেলা আ.লীগের যুগ্ম সম্পাদক মহসিন আলম ও সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম খাঁন। আলোচনা সভা শেষে সেখানে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিডিএসও/তাজ

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ধুনট,বগুড়া,বিদ্যালয় ভবন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close