চট্টগ্রাম ব্যুরো

  ০৩ নভেম্বর, ২০১৮

চট্টগ্রামে শিবির কার্যালয়ে বোমা বিস্ফোরণ

ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার কার্যালয়ে বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে এ বোমা বিস্ফোরণ ঘটে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর কার্যালয় ঘিরে রেখেছে ডিবি পুলিশ, কোতোয়ালী ও চকবাজার থানা পুলিশ।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিন প্রতিদিনের সংবাদকে বলেন, শনিবার সন্ধ্যার পর চন্দনপুরা এলাকায় শিবিরের কার্যালয়ের আশপাশের এলাকায় ব্লক রেইড দেয় পুলিশ। এ সময় শিবিরের মহানগর কার্যালয়ে চার-পাঁচটি বিস্ফোরণের শব্দ পাওয়া যায়। এরপর শিবির কার্যালয় ঘিরে অভিযান শুরু করে পুলিশ।

নগর পুলিশের উপ-কমিশনার (দক্ষিণ) এসএম মেহেদি হাসান বলেন, ‘আর ইসরা’ নামের একটি চারতলা ভবন থেকে ছাত্রশিবিরের চট্টগ্রাম মহানগর উত্তর শাখার কার্যক্রম পরিচালিত হচ্ছিল। ওই কার্যালয়ের প্রধান ফটক বন্ধ রয়েছে। কিন্তু ভবনের বামদিকের একটি গলি দিয়ে ওই ভবনে প্রবেশ করা যায়। চারতলা বিশিষ্ট ওই ভবনের ভেতরে সন্ধ্যার পরপর চারটি বিকট শব্দ হয়। পরে পুলিশ এসে ওই ভবনটি ঘিরে রাখে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
চট্টগ্রাম,শিবির,কার্যালয়,বোমা,বিস্ফোরণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close