মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ০১ নভেম্বর, ২০১৮

মুন্সীগঞ্জে হত্যা মামলায় ৩৪ জনের জামিন নামঞ্জুর

প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুরচরের কুয়েত প্রবাসী তকবির হোসেন হত্যা মামলায় ৩৪ জনের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছে আদালত। বৃহস্পতিবার মুন্সীগঞ্জ আমলী আদালতে তারা হাজির হলে আদালত জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেয়।

এর আগে হত্যা মামলায় ওই ৩৪ জন হাই কোর্ট থেকে ৪ সপ্তাহের জামিনে ছিলেন। তবে নিম্ম আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন স্থগিত করেন বিচারক। সিরাজদিখানের বালুরচরের তকবির হত্যা মামলার প্রধান আসামি নূরু বাউলসহ ৩৪ আসামি উচ্চ আদালত থেকে জামিনে থাকাকালীন সময়ে নিম্ম আদালতের হাজিরা না দেওয়ায় আদালত অবমাননার দায়ে তাদের জামিন নামঞ্জুর করেন।

প্রসঙ্গত, গত ৮ আগস্ট সন্ধ্যায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নূরু বাউল গংদের হামলায় টেটাবিদ্ধ হয়ে কুয়েত প্রবাসী তকবির হোসেন গুরুতর আহত হলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে মৃত্যুর সঙ্গে ১১ দিন লড়াই করে ১৯ আগস্ট তকবির মারা যান।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
মুন্সীগঞ্জ,হত্যা মামলা,জামিন,নামঞ্জুর
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close