রংপুর ব্যুরো

  ২৬ অক্টোবর, ২০১৮

রংপুরে নিরাপদ সড়ক বাস্তবায়নে এলজিইডির প্রশিক্ষণ

রংপুরে কমিউনিটি ভিত্তিক নিরাপদ সড়ক কর্মসূচির আওতায় এলজিইডির দিনব্যাপী টিওটি দলের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ১০ টায় এলজিইডির অধীন নর্দান বাংলাদেশ ডেভেলপমেন্ট প্রজেক্ট (নবিদেপ) এর আওতায় এলজিইডি রংপুর ভবনে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।

রংপুর এলজিইডির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিরাপদ সড়ক বাস্তবায়নে সচেতনামূলক প্রশিক্ষণ দেওয়া হয়।

প্রশিক্ষণ ও আলোচনা সভায় এলজিইডির নির্বাহী প্রকৌশলী আক্তার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন এলজিইডি রংপুর অঞ্চলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-উর রশিদ।

‘নিরাপদ সড়ক বাস্তবায়নে আমাদের সবার সম্মিলিত সচেতনতা বৃদ্ধি করা জরুরী। শুধু প্রশাসন বা গাড়িচালকদের সচেতন হলে চলবেনা। আমাদের সবাইকে সচেতন হতে হবে। সড়ক দুর্ঘটনা রোধে বেপরোয়া গাড়ি চলাচল থেকে শুরু করে রাস্তা পারাপারেও সজাগ থাকতে হবে।’ প্রধান অতিথির বক্তব্যে তিনি এইসব কথা বলেন।

এ সময় উপস্থিত ছিলেন, নবিদেপ রংপুর উপ-প্রকল্প পরিচালক আনোয়ার হোসেন, রংপুর সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা ইসরাত সুলতানা সুমি, বুয়েট প্রফেসর ড. শামসুল হক, ড. মাহবুব আলম তালুকদারসহ আট উপজেলার প্রকৌশলীবৃন্দ। আলোচনা সভা শেষে নিরাপদ সড়ক বাস্তবায়নে একটি সচেতনতামূলক র‌্যালি বের করা হয়।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রংপুর,নিরাপদ সড়ক বাস্তবায়ন,এলজিইডি,প্রশিক্ষণ
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close