হিলি (দিনাজপুর) প্রতিনিধি

  ২১ অক্টোবর, ২০১৮

হিলি স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু

সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে টানা ৮ দিনের ছুটি শেষে রোববার সকাল থেকে শুরু হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে পন্য আমদানি-রপ্তানি কার্যক্রম।

এবারের দুর্গাপূজা উপলক্ষে দীর্ঘ আট দিনের ছুটি ভোগ করলেন বন্দরের আমদানি-রপ্তানি সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীরা। তবে ছুটি শেষে রোববার বন্দরে আমদানি-রপ্তানি পন্যবাহী ট্রাক প্রবেশ করায় শুরু হয়েছে স্বাভাবিক কর্ম ব্যস্ততা। শ্রমিকদের মাঝে ফিরে এসেছে আগের মতো কর্ম চাঞ্চল্য।

বাংলাহিলি কাস্টমস সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক আব্দুর রহমান লিটন জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত ভারতের সিএন্ডএফ অ্যাসোসিয়েশন আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রেখেছিলো। দুর্গোৎসব শেষ হওয়ায় রোববার (আজ) থেকে শুরু হয়েছে আমদানি-রপ্তানির স্বাভাবিক কার্যক্রম।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
হিলি,স্থলবন্দর,আমদানি-রপ্তানি,শুরু
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close