গোপালগঞ্জ প্রতিনিধি

  ২০ অক্টোবর, ২০১৮

গোপালগঞ্জে মোটরসাইকেল-মাইক্রোবাস সংঘর্ষে নিহত ২

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় মোটরসাইকেল ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত চারজন।

শনিবার বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বড়াশুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহতরা হলেন— জাগরণী চক্র ফাউন্ডেশনের গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি বাজার শাখার ব্যবস্থাপক নুরুল ইসলাম (৪০)। নুরুল ইসলাম যশোর সদরের রূপদিয়া এলাকার আব্দুল মোড়লের ছেলে। অপর নিহত ব্যক্তি হলেন ভ্যানচালক কাশিয়ানী উপজেলার ধানকোড়া গ্রামের নূর মোহাম্মদ শেখের ছেলে রাকিব শেখ (৪৫)।

কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান জানান, মোটরসাইকেলে একজনকে সঙ্গে নিয়ে গোপালগঞ্জ যাচ্ছিলেন নুরুল ইসলাম।

এ সময় ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার বড়াশুরে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী মাইক্রোবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে নুরুল ইসলাম মারা যায়। এতে আহত হয় পাঁচ জন।

পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। হাসপাতালে নিয়ে আসার পর কর্তব্যরত চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
গোপালগঞ্জ,সংঘর্ষ,নিহত ২
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close