কোটালীপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

কোটালীপাড়ায় বিনামূল্যে চিকিৎসা সেবা

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ী ইউনিয়ন ‘উজ্জীবন সংঘ’র আয়োজনে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে।

শুক্রবার উপজেলার বিনয় কৃষ্ণ আদর্শ উচ্চ বিদ্যালয়ে ‘উজ্জীবন সংঘ’র সভাপতি ডা. বিনয় কৃষ্ণ বাড়ৈয়ের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে ডা. সিদ্ধেশ্বর মজুমদার, ডা. হরষিত হালদার, ডা. জীবানন্দ হালদার, ডা. সুমন্ত কুমার গাইন, ডা. রীতা ওঝা, ডা. সমীরন বাড়ৈ, ডা. বিদ্যুৎ ওঝা, ডা. সুজন ঢালী, ডা. সবুজ বিশ্বাসসহ ১২ জন বিশেষজ্ঞ চিকিৎসক এবং জ্যোতিষ শাস্ত্র মিল্টন বাড়ৈ বিদ্যালয়ের অস্থায়ী সেবা ক্যাম্পে দিনব্যাপী এলাকার গরীব রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করেন।

কলাবাড়ী উজ্জীবন সংঘের সম্পাদক অতনু হালদার লিটন, আহ্বায়ক অর্জুন কুমার বৈদ্য (সবুজ), তাপস হালদার, ধীরেন্দ্র নাথ বাড়ৈ, মঙ্গলচন্দ্র ফলিয়া, উৎপল বিশ্বাস ও উজ্জীবন সংঘের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটালীপাড়া,বিনামূল্যে,চিকিৎসা
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close