রাজৈর (মাদারীপুর) প্রতিনিধি

  ১৯ অক্টোবর, ২০১৮

রাজৈরে সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ নিহত ২

মাদারীপুরের রাজৈরে পৃথক সড়ক দুর্ঘটনায় পুলিশ কর্মকর্তাসহ ২ জন নিহত হয়েছেন; আহত হয়েছেন আরও অন্তত ২ জন। ঘাতক বাস দুটিকে আটক করেছে পুলিশ।

সূত্র জানায়, শুক্রবার সকাল ১০ টার দিকে ঢাকা বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার বড়ব্রিজ এলাকায় মোটরসাইকেল ও ‘গোল্ডেন লাইন’ পরিবহনের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী কালকিনি থানার এএসআই কামরুল ইসলাম (৪০) ঘটনাস্থলে নিহত হন। কামরুল গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার নওহাটা গ্রামের লুৎফর মিয়ার ছেলে। তিনি কর্মস্থল থেকে গ্রামের বাড়ি মুকসুদপুর যাচ্ছিলেন।

অন্যদিকে বৃহস্পতিবার সন্ধ্যায় রাজৈর উপজেলার মোল্লাকান্দি বটতলা এলাকায় বাসের চাকায় পিষ্ট হয়ে মোটরসাইকেল আরোহী রাজা মাতুব্বর (২২) নামে এক তরুণ নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও ২ তরুণ। আহত মুরাদ মাতুব্বর ও জিয়া মাতুব্বরকে রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত রাজা মাদারীপুর সদরের গাছবাড়িয়া গ্রামের আবুল মাতুব্বরের ছেলে।

রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল মোর্শেদ সড়ক দুর্ঘটনায় দুই জনের মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক বাস দুটি আটক করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজৈর,সড়ক দুর্ঘটনা,পুলিশ,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close