নড়িয়া (শরীয়তপুর) প্রতিনিধি

  ১৮ অক্টোবর, ২০১৮

ইলিশ ধরার অপরাধে ৬০ জেলেকে জেল জরিমানা

নিষেধাজ্ঞা অমান্য করে ইলিশ ধরার অপরাধে শরীয়তপুরের নড়িয়া এলাকায় বৃহস্পতিবার মৎস্য অধিদপ্তর ও নড়িয়া থানা পুলিশ অভিযান চালিয়ে ৬০ জেলেকে আটক করে। এসময় ৬০ হাজার কেজি মা ইলিশ ও ৬০ হাজার মিটার অবৈধ কারেন্টজাল জব্দ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা ইয়াছমিন ৪৯ জনকে দশ দিন, ৫ জনকে ছয়মাস, ২ জনকে ৫ হাজার টাকা করে জরিমানা ও ৪ জন অপ্রাপ্তবয়স্ক শিশু হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়।

পুলিশের উপস্থিতিতে জব্দকৃত অবৈধ কারেন্টজাল পুড়িয়ে ধ্বংস করা হয়। এছাড়া মাছগুলো স্থানীয় বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানায় বিতরণ করা হয়েছে।

পিডিএসও/অপূর্ব

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
ইলিশ,জেলে,জরিমানা
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close