reporterঅনলাইন ডেস্ক
  ১৮ অক্টোবর, ২০১৮

পটুয়াখালীতে পৌরমেয়রের পূজা মণ্ডপ পরিদর্শন

পটুয়াখালী জেলায় চলছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গা পূজা। মণ্ডপে মণ্ডপে স্থাপিত দুর্গাসহ অন্যান্য প্রতীমাগুলোকে দৃষ্টিনন্দন আর বৈচিত্র্যময় ভঙ্গিতে উপস্থাপনের জন্য শৈল্পিক সৌন্দর্য ফুটিয়ে তোলা হয়েছে।

পৌরমেয়র ও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ডা. মো. শফিকুল ইসলাম বুধবার রাতে শহরের বিভিন্ন মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেন। তিনি পৌরসভার ৬টি পূজা মণ্ডপে ৩০ হাজার টাকা করে নগদ অর্থ বিতরণ করেন। এ সময় সদর উপজেলা পরিষদের ভাইজ চেয়ারম্যান মিজানুর রহমান মনির খানসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।

এ বছর জেলার ৮টি উপজেলায় ১৮৬টি মণ্ডপে শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে সদর উপজেলায় ২৭টি, মির্জাগঞ্জে ১৭টি, দুমকিতে ৮টি, বাউফলে ৬৮টি, গলাচিপায় ২৬টি, দশমিনায় ১৬টি, কলাপাড়ায় ১৭টি এবং রাঙ্গাবালী উপজেলার ৭টি মণ্ডপে দুর্গোৎসব হচ্ছে।

পিডিএসও/হেলাল

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পূজা মণ্ডপ,পটুয়াখালী,ডা. মো. শফিকুল ইসলাম
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close