reporterঅনলাইন ডেস্ক
  ১৫ অক্টোবর, ২০১৮

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

প্রতীকী ছবি

রাজধানীর মিরপুর ও বনানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। রোববার রাতে ও সোমবার সকালে দুর্ঘটনাগুলো ঘটে।

রোববার রাতে মিরপুরের গোড়ান চটবাড়ি পানি উন্নয়ন বোর্ডের সামনে অজ্ঞাত গাড়ির ধাক্কায় রাজ্জাক (৪৬) ও জাহিদুর রহমান দুদু (৪২) নামে একই মোটরসাইকেলের দুই আরোহী আহত হন। তাদেকে স্থানীয়রা উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। মরদেহ দুটি ময়নাতদন্তের জন্য ওই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। রূপনগর থানার উপ পরিদর্শক (এসআই) আজিজুল দুর্ঘটনায় নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।

অন্যদিকে রাজধানীর আর্মি স্টেডিয়ামের সামনে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাত (২৭) যুবকের মৃত্যু হয়েছে। তার পরনে ছিলো জিন্স প্যান্ট ও চেক শার্ট। সোমবার ভোরের দিকে এ দুর্ঘটনা ঘটে। ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সকাল ৮ টার দিকে মৃত ঘোষণা করেন। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বনানী থানার উপ পরিদর্শক (এসআই) শাহিন আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
রাজধানীতে,সড়ক দুর্ঘটনা,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close