সিলেট ব্যুরো

  ১৩ অক্টোবর, ২০১৮

বিএসএফের গুলিতে বাংলাদেশি তরুণ নিহত

ফাইল ছবি

সিলেটের কানাইঘাট উপজেলা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে এক বাংলাদেশি তরুণ নিহত হয়েছেন। নিহত মামুন রশিদ (৩০) উপজেলার লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপির সোনারখেওড় গ্রামের আব্দুল জলিলের ছেলে। শনিবার সকাল ৯টায় ডনা ও লোভা সীমান্তের মাঝামাঝি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতের পারিবারিক সূত্র জানায়, চোরাইপথে সুপারী আনতে মামুন রাতের কোনও এক সময় অবৈধভাবে ভারতে প্রবেশ করেন। পরে বাংলাদেশ সীমান্তে প্রবেশ করার সময় তাকে লক্ষ্য করে গুলি ছুড়ে ভারতীয় সীমান্ত রক্ষীবাহিনী বিএসএফ। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তবে স্থানীয় লোকজন জানান, সুপারী নয়, মামুন চোরাইপথে ভারত থেকে গরু আনতে গিয়ে নিহত হয়েছেন।

কানাইঘাটের লক্ষ্মীপ্রসাদ পূর্ব ইউপি চেয়ারম্যান ডা. ফয়াজ আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, বিএসএফের গুলিতে নিহত মামুন রশিদের লাশ দনা ক্যাম্প বিজিবির সহায়তায় তার স্বজনরা বুঝে পেয়েছেন। রাতেই লাশের দাফন সম্পন্ন হবে।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
বিএসএফ,গুলি,বাংলাদেশি,নিহত
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close