পটুয়াখালী প্রতিনিধি

  ১৩ অক্টোবর, ২০১৮

পটুয়াখালীতে দুর্যোগ প্রশমন দিবস পালিত

‘কমাতে হলে সম্পদের ক্ষতি, বাড়াতে হবে দুর্যোগের পূর্ব প্রস্তুতি’ এ স্লোগান নিয়ে পটুয়াখালীতে পালিত হয়েছে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস।

পটুয়াখালী জেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় দিবসটি উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১০টায় সার্কিট হাউজে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারনে র‌্যালি বের করা সম্ভব না হলেও সার্কিট হাউজ মিলনায়তনে অতিরিক্তি জেলা প্রশাসক হেমায়েত উদ্দিনের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক মতিউল ইসলাম চৌধুরী।

সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রফিকুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা লতিফা জান্নাতী, জেলা ত্রান ও পুণর্বাসন কর্মকর্তা নজরুল ইসলাম, ফায়ার সার্ভিস পটুয়াখালীর সহকারী পরিচালক ফারুক হোসেন সিকদার, রেড ক্রিসেন্ট পটুয়াখালীর ইউএলও ফারুক হোসেন, কোস্ট ট্রাস্ট’রজেলা টিম লিডার হাসান ও শুকতারা, মহিলা সংস্থার পরিচালক মাহফুজা ইসলাম।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
পটুয়াখালী,দুর্যোগ,প্রশমন,দিবস
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close