রাজশাহী ব্যুরো

  ১২ অক্টোবর, ২০১৮

কোটার দাবিতে রাজশাহীতে আদিবাসীদের মানববন্ধন

সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেণিতে আদিবাসীদের জন্য ৫ শতাংশ কোটা পুনর্বহালের দাবিতে রাজশাহী নগরীতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

হিউম্যান রাইটস্ ডিফেন্ডার্স ফোরাম, আদিবাসী যুব পরিষদ ও জনউদ্যোগের যৌথ উদ্যোগে শুক্রবার সকালে সাহেব বাজার জিরো পয়েন্টে মানববন্ধনটি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে জনউদ্যোগ রাজশাহীর আহ্বায়ক প্রশান্ত কুমার সাহার সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা শাহজাহান আলী বরজাহান, জনউদ্যোগ রাজশাহীর সদস্য সচিব জুলফিকার আহমেদ গোলাপ, শিক্ষক নেতা অধ্যক্ষ রাজকুমার সরকার, জাতীয় আদিবাসী পরিষদ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, মহানগর কমিটির সাধারণ সম্পাদক আন্দ্রিয়াস বিশ্বাস, নারী নেত্রী সোনিয়া বানু, আদিবাসী ছাত্র পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি নকুল পাহান, সাধারণ সম্পাদক তরুন মুন্ডা, রাজশাহী বিশ্ববিদ্যালয় কমিটির সভাপতি রতিশ টপ্য, আদিবাসী যুব পরিষদ রাজশাহী জেলার যুগ্ম-আহ্বায়ক হুরেন মুর্মু, এইচআরডি সদস্য অনিল রবিদাস প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, প্রকৃতপক্ষে আদিবাসীদের সরকারি চাকরির সঠিক ব্যবস্থাপনায় নিয়োগ হয়নি। যার ফলে আদিবাসীরা উচ্চ শিক্ষায় শিক্ষিত হলেও সরকারি চাকরিতে সমতার ভিত্তিতে অংশগ্রহন নিশ্চিত হয়নি। সেজন্য আদিবাসীদের সরকারি চাকরিতে সমঅধিকার ও ক্ষমতায়নের জন্য আদিবাসীদের সরকারি চাকরির প্রথম ও দ্বিতীয় শ্রেনীতে ৫ শতাংশ কোটা বহাল রাখার জোর দাবি জানানো হয়।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
কোটা,রাজশাহী,আদিবাসী,মানববন্ধন
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close