রাজশাহী ব্যুরো

  ১২ অক্টোবর, ২০১৮

‘১০ হাজার কোটি টাকার কাজ করা হবে’

রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, রাজশাহী নগরীর উন্নয়নে আমার বর্তমান মেয়াদে অন্তত ১০ হাজার কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজ করা হবে।

সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের বলা হয়েছে, কোনো প্রকল্প যেন সাতশো-আটশো কোটি টাকার কমে না হয়। কারণ, আমরা যদি চাইতে না জানি, প্রধানমন্ত্রী আমাদের দেবে কেন? তারপরও প্রধানমন্ত্রী আমাদের প্রতি সদয়। তিনি এক কথায়, রাজশাহীর ভূ-উপরিস্থ পানি শোধনাগার নির্মাণে চার হাজার ১৫০ কোটি টাকার প্রকল্প অনুমোদন করেছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে একটি চাইনিজ রেস্টুরেন্টে নগরীতে বসবাসরত মুক্তিযোদ্ধা ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন। এর আয়োজন করেন মেয়র নিজেই।

সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, মুক্তিযোদ্ধা অধ্যাপক জিনাতুন নেসা তালুকদার, মুক্তিযোদ্ধা মীর ইকবাল, মুক্তিযোদ্ধা শফিকুর রহমান রাজা, প্রবীণ সাংবাদিক মোস্তাফিজুর রহমান খান আলম, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী সাংবাদিক ইউনিয়নের সভাপতি কাজী শাহেদ, রাজশাহী টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মেহেদি হাসান শ্যামল।

অনুষ্ঠানটি পরিচালনা করেন মুক্তিযোদ্ধা কবি রুহুল আমিন প্রামাণিক।

পিডিএসও/এআই

প্রতিদিনের সংবাদ ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন
১০ হাজার কোটি টাকা,কাজ,রাসিক
আরও পড়ুন
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
close